Trending Video: ৪ মাসের ছোট্ট বোনের কান্না থামাতে কী বলল 'বড়' দিদি...? নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Trending Video || Viral Video: ভিডিও দেখে মনে হবে, যেন দিদি নয়, আদতে মা হয় সে। এমনই একটি কিউট ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ট্রেন্ডিং ভিডিও : আপনি কখনও কোনও ছোট বাচ্চাকে তার নিজের ছোট বোনের যত্ন নিতে দেখেছেন? না দেখে থাকলে চলুন আজ আপনাদের একটি ভিডিও দেখাই, যা দেখার পর অবশ্যই আপনি আবার বেশ কয়েকবার দেখবেন ভিডিওটি।
ভিডিওটিতে প্রায় দু' বছর বয়সি একটি ছোট্ট মেয়েকে তার চার মাস বয়সি বোনের যত্ন নিতে দেখা যায়। মাস চারেকের ছোট বোনকে ঘুম পাড়াতে চেষ্টা করতেও দেখা যায় বছর দুয়েকের বড় দিদিকে। ছোট বোনকে যাতে কেউ বিরক্ত না করে সেদিকেও কড়া দৃষ্টি বড় দিদির। ভিডিও দেখে মনে হবে, যেন দিদি নয়, আদতে মা হয় সে। এমনই একটি কিউট ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি বস্তুত দুই শিশুর মা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই ভিডিওতে দুটি বাচ্চা মেয়েকে দেখা যায় যাঁরা দুই বোন। বড় বোন উইনির বয়স প্রায় ২ বছর, ছোট বোন বানির বয়স চার মাস। ছোটবোনের জন্মের কিছুদিন পর, উইনি বুঝতে শুরু করে কীভাবে তার ছোট বোনের যত্ন নেওয়া যায়। যখনই বানি কাঁদতে শুরু করে, সে তাকে চুপ করার জন্য অনুরোধ করতে শুরু করে। যদিও এই মুহূর্তে তার কথা তেমন স্পষ্ট নয়, তবু ছোটবোনকে নানা ভাবে শান্ত করার চেষ্টা চালিয়ে যায় বড় বোন। বোনের পট্টি পেয়েছে কিনা সেই প্রশ্নও করে সে। আর মজার এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় দেখতে না দেখতে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও ভিডিওটি দেখে খুব একচোট মজা পেয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বোনটি বিছানায় শুয়ে আছে। আর তার ঠিক পাশে বিছানার ধরে দাঁড়িয়ে বোনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দিদি, উইনি। আচমকা বোন 'বানি' কাঁদতে শুরু করতেই সে তার ছোট বোনকে জিজ্ঞেস করে- "কী হয়েছে, ছিছি আয়ি, পোট্টি আয়ি।"
advertisement
এই সুন্দর ছোট্ট ভিডিওটি মুহূর্তে মানুষের মন জয় করে নিয়েছে। এই ভিডিওটি শেয়ার করে মেয়েটির মা বলেন, বড় বোন একটু দুষ্টু হলেও বোনের যত্ন নিতে ভোলেন না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 9:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Trending Video: ৪ মাসের ছোট্ট বোনের কান্না থামাতে কী বলল 'বড়' দিদি...? নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও