Tree: এই গাছটি চেনেন? পেটের সমস্যা, শ্বাসকষ্টে এই গাছ ম্যাজিকের মতো কাজ করে! জেনে নিন, জীবন বদলে যাবে
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Tree: দেবদারু গাছের দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ মিটার পর্যন্ত হতে পারে। গাছগুলির প্রায় ২০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
নৈনিতাল: উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে পাওয়া দেবদারু গাছ অনেক গুণের অধিকারী। ধর্মীয়, বাণিজ্যিক ও ঔষধ হিসেবে এর অনেক গুণ রয়েছে। এটি শুধুমাত্র নিজের গুণের জন্যও পরিচিত নয়, এছাড়াও মানুষের জীবনকেও সুন্দর করে এই গাছ। ইংরেজিতে বলে সিডার, বাংলায় দেবদারু নামে পরিচিত এই গাছ। এছাড়াও এটি 'উড অফ গড' অর্থাৎ 'ঈশ্বরের কাঠ' নামেও পরিচিত।
দেবদারু গাছের দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ মিটার পর্যন্ত হতে পারে। গাছগুলির প্রায় ২০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এটি লার্জ এভারগ্রিন কনিফার ট্রি নামেও পরিচিত। এর পাতা সুঁচের মতো ধারাল। এর কাণ্ড, পাতা এবং অন্যান্য কাঠে বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ট্যাক্সিফোলিন, সিড্রিন, ডিওডারিন, ট্যাক্সিফেনল, লেলোনল, এনথল।
advertisement
নৈনিতালের ডিএসবি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ ললিত তিওয়ারি বলেন, দেবদারু বিশ্বের সবচেয়ে মোটা কাঠ হিসেবে পরিচিত। এছাড়া এটি জলবায়ু নিয়ন্ত্রণেও অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে।
advertisement
রোগ নিরাময়ও করে
ডক্টর ললিত তিওয়ারির মতে, এই গাছটি উত্তরাখণ্ডের কুমায়নের নৈনিতাল, জাগেশ্বর এবং লোহাঘাটে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্যদিকে, যদি এর ঔষধি ব্যবহার সম্পর্কে বলা যায়, তবে এটি ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। কফের পাশাপাশি এটি শ্বাসকষ্ট, পেটের রোগের পাশাপাশি হজম এবং ডায়রিয়া সংক্রান্ত রোগের চিকিৎসায়ও উপকারী।
advertisement
এছাড়াও ক্ষত সারাতে এর পাশাপাশি এটি ত্বক সংক্রান্ত সমস্যাতেও ব্যবহৃত হয়। এছাড়াও দেবদারু গাছে প্রচুর পরিমাণে জৈব রাসায়নিক পাওয়া যায়। এর থেকে তৈরি তেলকে সিডার তেল বলে। আঁচিলের চিকিৎসায় এই তেল খুবই কার্যকরী। তিনি আরও বলেন, এ ছাড়াও এই গাছটিকে দেবতাদের আবাস বলে মনে করা হয়, তাই এটি একটি ধার্মিক গাছও।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 5:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tree: এই গাছটি চেনেন? পেটের সমস্যা, শ্বাসকষ্টে এই গাছ ম্যাজিকের মতো কাজ করে! জেনে নিন, জীবন বদলে যাবে