Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর হাতে নতুন 'অস্ত্র', বর্ধমানে বড় পরিকল্পনা! কী করতে চলেছেন তিনি?

Last Updated:

Suvendu Adhikari: ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যা ইস্যুকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির।

বর্ধমানে আজ শুভেন্দুর সভা
বর্ধমানে আজ শুভেন্দুর সভা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া ও সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমানের বড় নীলপুর থেকে প্রথমে কৃষকদের নিয়ে মিছিল এবং তারপর সমাবেশের আয়োজন করেছে জেলা বিজেপি।
ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যা ইস্যুকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। শস্য ভান্ডার জেলা হিসেবে পরিচিত বর্ধমানই শুধু নয়, আগামিদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।
advertisement
advertisement
কোথাও বিক্ষোভ প্রতিবাদ, কোথাও পথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করে পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের মন পেতে চাইছে পদ্ম শিবির। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশে অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
বিজেপির অভিযোগ, 'কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার কৃষক স্বার্থে অর্থ বরাদ্দ করা হলেও সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ৭৩ লক্ষ্য নথিভুক্ত কৃষকদের পিএম কিষান মোর্চার আওতায় না এনে ৩১ লক্ষ কৃষককে এর আওতায় এনেছে সরকার'। অবিলম্বে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা লাগু করা সহ কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেকদিন ধরেই সরব শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি। এবার দরজায় যেহেতু কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তাই তার আগে সরকারকে চাপে রাখার পাশাপাশি কৃষক অস্ত্রে শান দিতে চাইছে পদ্ম শিবির বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর হাতে নতুন 'অস্ত্র', বর্ধমানে বড় পরিকল্পনা! কী করতে চলেছেন তিনি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement