Travel Destination: নামমাত্র খরচ! কোণায় কোণায় অ্যাডভেঞ্চার, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে ঢুঁ মারুন এখানে...

Last Updated:

Travel Destination: অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়ার এই পাহাড় , রয়েছে ভরপুর অ্যাডভেঞ্চারের আমেজ।‌

+
পুরুলিয়ার

পুরুলিয়ার গজাবুরু পাহাড়

পুরুলিয়া: পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে পুরুলিয়া। পর্যটনের মরশুমে কাছে পিঠে বেড়ানোর সেরা ঠিকানা এখন লালমাটির এই জেলা। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। তবে যারা অ্যাডভেঞ্চার প্রেমে তাদের জন্য বেড়ানোর সেরা ঠিকানা হল পুরুলিয়ার গজাবুরু পাহাড়। ‌ এই পাহাড়ে সারা বছর পর্যটকদের দেখা মেলে না শুধুমাত্র শীতের মরশুমে পর্যটকদের যারা রক-ক্লাইম্বিং করতে ভালবাসে তাদেরই ঢল নামে এই পাহাড়ে। আর তাই এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রক ক্লাইম্বাররা এখানে এসে থাকেন। মূলত যারা পাহাড় প্রেমী যারা পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ এই জায়গাটি। ‌
এখানে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প। সে ক্যাম্পের থেকে দায়িত্ব সহকারে পর্বত আরোহন করানো হয়। থাকে প্রফেশনাল ট্রেনার। তাই যারা পর্বত আরোহণ করতে ভালবাসেন তাদের জন্য এই জায়গার বিকল্প হয় না। এ বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে অমিতাভ মল্লিক জানান, প্রচারের আলোয় এখনও সেভাবে আসেনি এই স্পট। যারা অতি উৎসাহী অ্যাডভেঞ্চারপ্রেমী তারাই মূলত এখানে বেড়াতে আসেন। ‌ সমস্ত ব্যবস্থাই তাদের পক্ষ থেকে করা হয়‌ যাতে কারোর কোনও অসুবিধা না হয় সেদিকে নজরদারি থাকে।
advertisement
advertisement
এ বিষয়ে এই ক্যাম্পে আসা এক পর্যটক অনিন্দিতা পোদ্দার চৌধুরী বলেন , একেবারেই অন্যরকম বেড়ানোর অভিজ্ঞতা হয়েছে তার। এই প্রথমবার তিনি এরকম কোনও অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসেছেন। খুবই ভাল লাগছে এই ক্যাম্পে এসে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পেরে একেবারেই আলাদা রকমের অভিজ্ঞতা হচ্ছে তার।
advertisement
পরিবার‌, প্রিয়জনের সঙ্গে বেড়ানো হোক কিংবা অ্যাডভেঞ্চার পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে বনমহল পুরুলিয়া। ‌এই জেলার অপরূপ রূপের স্বাদ চেটেপুটে উপভোগ করেন পর্যটকেরা। আর পুরুলিয়ার পর্যটন মানচিত্রে অন্যতম সংযোজন গজাবুরু পাহাড়।‌
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: নামমাত্র খরচ! কোণায় কোণায় অ্যাডভেঞ্চার, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে ঢুঁ মারুন এখানে...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement