Travel Destination: শাল-পটাশের জঙ্গলে সময় কাটান নির্জনে, শীতের ছুটিতে ঢুঁ মারুন সঙ্গীকে নিয়ে, ফিরতে চাইবেন না বাড়ি, গ্যারান্টি...!

Last Updated:

Travel Destination: শিশুদের বিনোদনের জন্য ঝাড়গ্রামের আমডিহায় রয়েছে আমডিহা শিশু উদ্যান। শিশুদের একপাশে রয়েছে পটাশ বাগান ও অন্য পাশে শাল গাছের জঙ্গল। হলে এক মনোরম পরিবেশ বিরাজ করছে শিশু উদ্যানটিতে। শিশুদের পাশাপাশি মন ভালো হয়ে যায় বড়দেরও এই উদ্যানে একবার গেলেই।

+
আমডিহা

আমডিহা শিশু উদ্যান 

ঝাড়গ্রাম : এক পাশে পটাশের বাগান অন্য পাশে শাল গাছের জঙ্গল আর তার মধ্যেই রয়েছে শিশু উদ্যান। কেবলমাত্র শিশু উদ্যান বললে ঠিক হবে না শিশুদের পাশাপাশি বড়দেরও মন জয় করবে এই উদ্যানটি। শিশুদের খেলার নানার সামগ্রীর পাশাপাশি বড়দের বসে গল্প করার জন্য বসার বিভিন্ন জায়গা। সঙ্গে রয়েছে সেলফি জোন। হাতে একটু সময় নিয়ে শিশু উদ্যানটি ঘুরে আসলেই আনন্দে ভরে উঠবে পর্যটকদের মন।ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে রয়েছে সর্ডিহা রেলস্টেশন। ঝাড়গ্রাম শহরের দিক থেকে গেলে সর্ডিহা রেলস্টেশনের বাঁ হাতে পড়বে আমডিহা গ্রাম।
আর আমডিহা গ্রাম ঢোকার মুখেই প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে শিশু উদ্যান। যার নাম দেওয়া হয়েছে আমডিহা শিশু উদ্যান। শিশুদের খেলার জন্য রয়েছে বিভিন্ন প্রকারের দোলনা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ফাইভারের তৈরি বিভিন্ন কার্টুন । সঙ্গে রয়েছে বসার ছাউনি। বাহারি গাছের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে শিশু উদ্যানটি সঙ্গে বিভিন্ন ফুলের গাছ। আমডিহা শিশু উদ্যানে সেলফি তোলার জন্য রয়েছে আই লাভ আমডিহা বলে একটি সেলফি জোন।
advertisement
advertisement
শিশু উদ্যানটি বেড়ানোর পাশাপাশি তার একপাশে রয়েছে পটাশ বাগান এবং অন্য পাশে রয়েছে ঘন সবুজ শাল জঙ্গল। শিশু উদ্যান বেড়ানোর পাশাপাশি শীতের সময় বহু মানুষ পিকনিক করার জন্য জমায়েত করে সবুজ শাল জঙ্গলে। পিকনিক পার্টিদের জন্য পানীয় জল থেকে সমস্ত ব্যবস্থা রয়েছে আমডিহা শিশু উদ্যানে।
advertisement
এছাড়াও বাড়তি পাওনা হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, নিম-সহ বিভিন্ন ভেষজ উদ্ভিদের একটি বাগান। হাতে একটু সময় নিয়ে একফাঁকে শিশু উদ্যানটি ঘুরে আসলেই আনন্দে ভরে যাবে পর্যটকদের মন।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: শাল-পটাশের জঙ্গলে সময় কাটান নির্জনে, শীতের ছুটিতে ঢুঁ মারুন সঙ্গীকে নিয়ে, ফিরতে চাইবেন না বাড়ি, গ্যারান্টি...!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement