Traditional Durga Puja: বাবুইজোড়ের ৩০০ বছরের প্রাচীন দে পরিবারের পুজো, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাক্ষী
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
স্বাধীনতা আন্দোলনের রণহুঙ্কার থেকে আজও অটুট তিন শতকের ঐতিহ্য, বাবুইজোড়ের দে পরিবারের ৩০০ বছরের দুর্গাপুজো আজও বীরভূমের গৌরবগাঁথা শোনায়
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্রামে আজও ধ্বনিত হয় তিন শতাব্দীর পুরনো পুজোর গৌরবগাঁথা । প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই দুর্গাপুজো একসময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিল অঙ্গাঙ্গিভাবে। বর্তমানে এটি পরিচিত ‘দে পরিবারের পুজো’ নামে, তবে একসময় এই পুজো করতেন গোস্বামী পরিবার।
পারিবারিক ইতিহাস অনুযায়ী, ১৭০২ সালে পুজোর দায়িত্বভার পরিবর্তন হয়। তখন বর্ধমানের ঝাঁঝরা গ্রাম থেকে ব্যবসায়িক সূত্রে বাবুইজোড়ে এসে বসতি স্থাপন করেন বাবুরাম দে। গোস্বামী পরিবার আর্থিক সঙ্কটে পড়ে পুজোর ভার তাঁর হাতে তুলে দেয়। সেই থেকে দে পরিবারের বংশধররাই এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পুজো করে আসছেন।
দে পরিবারের সদস্য অনিরুদ্ধ দে জানান, ” আমাদের প্রথম পুরুষ বাবুরাম দে ও তাঁর স্ত্রী এখানে আসেন। ইংরেজি ১৭০২ সাল থেকেই পুজোর দায়িত্বভার আমাদের হাতে। আমাদের পূর্বপুরুষরা স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। পিকেটিংও করেছিলেন তাঁরা।” তাঁর কথায় স্পষ্ট, দেবী এখানে শুধুমাত্র দুর্গা নন, স্বাধীন ভারতের প্রতীকী রূপে ‘ভারতমাতা’ হিসাবেও পূজিতা হন।
advertisement
advertisement
এই পুজোর অন্যতম বিশেষ রীতি হল, অষ্টমীর মহাপুজোর পর আর কোনও সন্ধ্যা আরতি হয় না। স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এই পুজোতেই মায়ের কাছে প্রার্থনা জানাতেন দে পরিবারের সদস্যরা। বর্তমানে গ্রামে একাধিক দুর্গাপুজো হলেও দে পরিবারের এই প্রাচীন পারিবারিক পুজো বিশেষ মর্যাদা পায়। পরিবারের বহু সদস্য সারা বছর দেশের নানা প্রান্তে থাকলেও দুর্গাপুজোর চারদিনে তারা একত্রিত হন এই মিলনমেলায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 4:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: বাবুইজোড়ের ৩০০ বছরের প্রাচীন দে পরিবারের পুজো, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাক্ষী