Travel News: ঘন জঙ্গলের মাঝেই রয়েছে..., অ্যাডভেঞ্চার নিতে ছুটে আসে কাতারে কাতারে পর্যটক, সঙ্গীকে নিয়ে যাবেন নাকি?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Travel News: চারিদিকে ঘন জঙ্গল তার মাঝেই টিপু নদী যেন সকলের আকর্ষণ! গরম পড়তেই টিপু নদীতে স্নান করতে ছুটে আসে কাতারে কাতারে পর্যটক! কখনও ময়ূরের ডাক আবার কখনও হাতিতে আনাগোনা তার মাঝেই বনদফতরের নিরাপত্তায় পর্যটকদের দেদার আনন্দ।
শিলিগুড়ি: বন বিভাগের উদ্যোগে কার্শিয়াং ডিভিশন এর সেন্ট্রাল বস্তি এলাকায় তৈরি হওয়া ইকোপার্ক রোজগারের দিশা দেখাচ্ছে গ্রামের যুবক যুবতীদের। উত্তরবঙ্গ মানেই পাহাড় নদী জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন যার টানে সারা বছর ধরেই পর্যটকরা ছুটে আসে উত্তরবঙ্গে। সেই অর্থেই বন বিভাগের উদ্যোগে চারিদিকে জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা এই সেন্ট্রাল বস্তির মাঝেই গড়ে উঠেছে ইকোপার্ক যার নাম দেওয়া হয়েছে আই লাভ টিপু খোলা। ছুটির দিন হোক বা উইকেন্ড বর্তমানে এই জায়গায় প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ভিড় জমায় ৮ থেকে ৮০ সকলেই।
বর্তমানে বন বিভাগের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় বেকার যুবক-যুবতীদের রোজগারের লক্ষ্যে তৈরি করা হয়েছে ইকোপার্ক। সেই অর্থেই বর্তমানে চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল এবং টিপু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আই লাভ টিপু খোলা। পর্যটকদের আকর্ষণের জন্য গাছের উপরেই তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার যেখানে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত থাকে সকলেই। জায়গাটি জঙ্গলের মাঝে হাওয়ায় হাতির আনাগোনা ও লক্ষ্য করা যায় যদিও পর্যটকদের নিরাপত্তায় কোনও খামতি রাখেনি বনদফতর। এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি ধনবাহাদুর সুব্বা বলেন, সারা বছর ধরেই মানুষ আনন্দ করতে জঙ্গলে ঘেরা এই টিপু নদীর ধারে এসে থাকে। বর্তমানে জায়গায় দুটি ক্যান্টিনে ৩২ জন বেকার যুবক যুবতী কাজ করে তাদের জীবিকা চালাচ্ছে। এই জায়গাটি সকলের খুব পছন্দের।
advertisement
advertisement
ওদিকে এই প্রসঙ্গে অপর এক ব্যক্তি প্রেম লিম্বু বলেন, পিকনিকের মরশুমে এই জায়গায় মানুষের ঢল নামে, জায়গাটি জঙ্গলের মাঝে হওয়ায় মাঝে মাঝে পর্যটকদের হাতির দেখা মেলে সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি লোকাল খাবার সবটাই রয়েছে এখানে।
advertisement
ঠান্ডার মরশুম মানেই বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর পাশাপাশি জমজমাটি আড্ডা সঙ্গে খাওয়া দাওয়া। আপনিও যদি শীতের মরশুমে পিকনিকের আমেজ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনার পরিবার অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রকৃতির মাঝে চারিদিকে জঙ্গলে ঘেরা টিপু নদীর ধারে অপরূপ সুন্দর এই জায়গা হতে চলেছে আপনার জন্য সেরা ঠিকানা।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 11:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel News: ঘন জঙ্গলের মাঝেই রয়েছে..., অ্যাডভেঞ্চার নিতে ছুটে আসে কাতারে কাতারে পর্যটক, সঙ্গীকে নিয়ে যাবেন নাকি?