Tourist Spot: জেলাতেই উঠে এসেছে এক টুকরো দার্জিলিং! পাহাড়ের অনুভূতি নিতে ভিড়
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Tourist Spot: উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ স্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটার পথ। পৌঁছে যাবেন শহরের কোলাহলের মধ্যেই অবস্থিত এক টুকরো পাহাড়ি স্বাদ ও সৌন্দর্যে। যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই লিটিল দার্জিলিং রেস্টুরেন্ট।
উওর ২৪ পরগনা: এখন জেলাতে বসেই আপনি পেতে পারেন শৈলশহর দার্জিলিং এর অনুভূতি। ভাবছেন এ আবার কীভাবে সম্ভব! উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ স্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটার পথ। পৌঁছে যাবেন শহরের কোলাহলের মধ্যেই অবস্থিত এক টুকরো পাহাড়ি স্বাদ ও সৌন্দর্যে। যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই লিটিল দার্জিলিং রেস্টুরেন্ট।
আরও পড়ুনঃ ডায়াবেটিসের সাক্ষাৎ যম! এই ‘বীজ’ শরীর থেকে উপড়ে ফেলবে সুগার! ৩০ দিনেই আবাক করা সুগার টেস্ট রিপোর্ট পাবেন
নামে যেমন পাহাড়ের আমেজ, পরিবেশেও ঠিক তেমনই পাহাড়ি ছোঁয়া। অল্প সময়ের মধ্যেই এই রেস্টুরেন্টটি খড়দহ এবং পার্শ্ববর্তী এলাকার ভোজন রসিকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।রেস্টুরেন্টে পা রাখতেই চোখে পড়বে পাহাড়ি বাড়ির মত টিনের ছাউনির ঘর, দার্জিলিংয়ের ট্রয় ট্রেনের ছোট্ট মডেল, পাহাড়ি গান বাজছে মৃদু সুরে।
advertisement
সাজসজ্জাও এমনভাবে করা হয়েছে, যেন মনে হবে আপনি সত্যিই কোন পাহাড়ি হোমস্টেতে বসে আছেন। দেওয়ালে দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ি জীবনের ছবি, টেবিলের উপরে ছোট্ট বাঁশের ফুলদানিতে তাজা ফুল – সব মিলে দেবে এক অনন্য অনুভব। তবে শুধু পাহাড়ের অনুভূতি নয়, লিটিল দার্জিলিং-এ আসলে বিশেষ আকর্ষণ অবশ্যই থাকবে তাদের খাবারেও।
advertisement
তিব্বতি ও নেপালি খাবার এখানে যেমন পাওয়া যায়, তেমনই আছে বাঙালি ও চাইনিজ ফিউশন আইটেমও। স্টিম মোমো, ফ্রাইড মোমো, থুকপা, নুডল স্যুপ সহ আরও নানা আইটেম। একেবারে যেন দার্জিলিংয়ের ছোঁয়া নিয়ে প্রিয় জন, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কাটাতে পারেন সুন্দর মুহূর্ত। খামতি, শুধু মিলবে না পাহাড়ের শীতলতা। তবে এই লিটল দার্জিলিং-এ এসে বেশ খুশি অতিথিরা।
advertisement
Rudra Narayan Roy
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2025 5:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourist Spot: জেলাতেই উঠে এসেছে এক টুকরো দার্জিলিং! পাহাড়ের অনুভূতি নিতে ভিড়









