দেশি মুরগির ঝোল দিয়ে ভাত...! শুধু বেড়ানো নয়, কব্জি ডুবিয়ে খাওয়া! রথ দেখা আর কলা বেচার সুযোগ এই পর্যটন কেন্দ্রে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Tourism News: রাজ্য পর্যটন মানচিত্রে অন্যতম বনমহল পুরুলিয়া। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। দু-দিনের ছুটিতে মাইন্ড রিফ্রেস করতে অনেকেই লাল মাটির এই জেলাকে বেছে নেন। কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন ভাল করে দেয়।
পুরুলিয়া : রাজ্য পর্যটন মানচিত্রে অন্যতম বনমহল পুরুলিয়া। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। দু-দিনের ছুটিতে মাইন্ড রিফ্রেস করতে অনেকেই লাল মাটির এই জেলাকে বেছে নেন। কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন ভাল করে দেয়।
পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা দেশি খাবারের সন্ধানে থাকেন। অনেক ক্ষেত্রে তারা সেই সব খাবার পান না। তাদের জন্য রয়েছে একটি সেরা ঠিকানা। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় অবস্থিত গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্র। সারা বছর বহু পর্যটক এখানে এসে থাকেন। যাঁরা ভোজন রসিক তাঁদের জন্য এই জায়গায় রয়েছে বাড়তি পাওনা।
advertisement
advertisement
এ পর্যটন কেন্দ্রের মধ্যে যে সমস্ত খাবারের দোকান গড়ে উঠেছে সেখানে বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে দেশিমুরগি। একেবারে চোখের সামনে ওজন করে কাঁচা মাংস কিনছেন তারা এরপর সেই মাংসই রান্না করে দিচ্ছে দোকানিরা। অর্থাৎ কব্জি ডুবিয়ে দেশি খাবারের স্বাদ এখানে উপভোগ করা যাবে। ফ্রেশ গরম দেশি মুরগির স্বাদ চেটেপুটে উপভোগ করছেন পর্যটকেরাও। এ বিষয়ে এখানে আসা পর্যটকেরা বলেন , এইরকম ভাবে চোখের সামনে মাংস রান্না করে খাওয়া একেবারেই দারুণ কনসেপ্ট।
advertisement
বেড়ানোর পাশাপাশি জমিয়ে পেট পুজো করতে পারছেন পর্যটকরা। পুরুলিয়ার অন্যান্য জায়গাতে এইভাবে চোখের সামনে দেশি খাবার তৈরির প্রচলন না থাকলেও গড় পঞ্চকোটে রয়েছে। একেবারেই ঘরোয়া রান্না। স্বাদও দুর্দান্ত। এ বিষয়ে দোকানের বিক্রেতা বলেন , গড় পঞ্চকোটে দেশি মাংস জন্যই পর্যটকদের ভিড় জমে। এটা এখানে বিখ্যাত। চোখের সামনে ওজন করে মাংস কেটে রান্না করে দেওয়া হয়। কেউ চাইলে কাঁচা মাংসও নিয়ে যেতে পারে।
advertisement
সিজনে তাদের বিক্রি অনেক বেড়ে যায় এছাড়াও বছরের অন্যান্য সময়তেও তাদের দোকানে এই দেশি মাংসের চাহিদা যথেষ্ট থাকে। বেড়ানোর পাশাপাশি ভুঁড়িভোজের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পুরুলিয়ার গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্র। দেশি খাবারের স্বাদ উপভোগ করা যায় এখানে। তাই ভজন রসিকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে এই জায়গা।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 10:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দেশি মুরগির ঝোল দিয়ে ভাত...! শুধু বেড়ানো নয়, কব্জি ডুবিয়ে খাওয়া! রথ দেখা আর কলা বেচার সুযোগ এই পর্যটন কেন্দ্রে