অতিরিক্ত ধূমপান করেন? হতে পারেন অন্ধ !

Last Updated:

হ্যাঁ, ঠিকই পড়েছেন শিরোনামে ৷ ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয়, বরং এইমসের চিকিৎসকরা বলছেন সিগারেটে থাকা তামাক থেকে হতে পারে চোখের ক্ষতিও ৷

#নয়াদিল্লি: হ্যাঁ, ঠিকই পড়েছেন শিরোনামে ৷ ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয়, বরং এইমসের চিকিৎসকরা বলছেন সিগারেটে থাকা তামাক থেকে হতে পারে চোখের ক্ষতিও ৷ এমনকী, নেমে আসতে পারে অন্ধত্বও !
এইমসের চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত তামাক সেবন করায় অনেক সময়ই চোখের করনিয়ায় ক্ষতি হতে পারে ৷ আর যার ফলে নেমে আসতে পার অন্ধত্ব ৷ গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে যাঁরা তামাক সেবন করছেন, তাঁদের চোখে ছানি পড়ার আশঙ্কা অন্যদের থেকে অনেক বেশি। ৫-১০ বছর বা তার বেশি ধরে ধূমপান করলে বা তামাক চিবোলে অপটিক নার্ভ আক্রান্ত হতে পারে। ফলে অন্ধত্ব অসম্ভব কিছু নয়।
advertisement
এইমসের চিকিৎসকদের কথায়, মানুষ জানেন, তামাক থেকে হার্টের সমস্যা ও ক্যানসার হতে পারে। কিন্তু তা থেকে যে দৃষ্টিশক্তি খোয়ানোরও আশঙ্কা রয়েছে, তা অনেকেই জানেন না। এইমসে এখনও পর্যন্ত যত দৃষ্টিহীন রোগী এসেছেন, তাঁদের প্রায় ৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তামাকের কারণে।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অতিরিক্ত ধূমপান করেন? হতে পারেন অন্ধ !
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement