• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • বিয়ের মাঝপথে হঠাৎ বরকনে হুড়মুড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে চিৎপাত ! নিমন্ত্রিতরা আশ্চর্য

বিয়ের মাঝপথে হঠাৎ বরকনে হুড়মুড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে চিৎপাত ! নিমন্ত্রিতরা আশ্চর্যনিয়ম নিষ্ঠা প্রতিপালন করতে গিয়েই কি এই বিপত্তি ?

নিয়ম নিষ্ঠা প্রতিপালন করতে গিয়েই কি এই বিপত্তি ?

নিয়ম নিষ্ঠা প্রতিপালন করতে গিয়েই কি এই বিপত্তি ?

 • Share this:

  বিয়ের আসরে বড়সড় বিপত্তি বিয়ের বেশ কিছু নিয়ম দেখতে পাই আমরা ৷ বিয়ের আচার ও আচরণ রয়েছে, বিভিন্ন রকমের নিয়ম পালন করতে গিয়ে অনেক কিছুই মানতে হয় ৷ বিশেষত বিয়ের দিন এমন কিছু আচার-আচারণ রয়েছে যা পালন করতে রীতিমত কষ্ট করতে হয় তেমনই সেই আচার আচরণ পালন দেখতে সবার অত্যন্ত ভাললাগে ৷

  এমনই এক বিয়ের আসরে নিমন্ত্রিতদের ভিড়ে ঘটল এমনই ঘটনা ! নতুন বর কনেকে নিয়ে আচার পালন করতে গিয়ে পড়লেন হুড়মুড় করে ৷ সম্ভবত বিয়ের নিয়মে রয়েছে এমনটাই ৷ কনেকে বিয়ের মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গেই কোনেকে কোলে তুলতে চেয়েছিলেন তাই পিছন থেকে জড়িয়েছিলেন তিনি ৷ এমন ঘটনার ফলে বিয়েবাড়িতে উপস্থিত নিমন্ত্রিতদের চোক্ষু চড়কগাছ হয়েছে ৷ কেউই ভাবতে পারেনি কেমন করে ঘটনাটি ঘটেছে ৷
  First published: