Leather Care Tips : বর্ষা দোরগোড়ায়, বাইরে না বেরলেও যত্ন নিন চামড়ার ব্যাগ ও জুতোর

Last Updated:

৷ বাড়িতে থাকলে আটপৌরে বেশে কারই বা মনে হয় ব্যাগ, শৌখিন জুতো এবং হাতঘড়িদের কথা ! ফলে অব্যবহারের অযত্ন জমতে থাকে ৷

গৃহবন্দি জীবনে অবহেলিত হয় আমাদের অ্যাকসেসরিজ ৷ বাড়িতে থাকলে আটপৌরে বেশে কারই বা মনে হয় ব্যাগ, শৌখিন জুতো এবং হাতঘড়িদের কথা ! ফলে অব্যবহারের অযত্ন জমতে থাকে ৷ তার উপর বর্ষাকালও দোরগোড়ায় ৷ ফলে সমস্যা আরও বাড়বে ৷ তাই পুরোপুরি ফেলে না রেখে মাঝেমধ্যেই অ্যাকসেসরিজ নিয়ে নাড়াচাড়া করুন ৷ যত্ন নিন ৷
পোশাকের সঙ্গে মিলিয়ে চামড়ার ব্যাগ ও জুতো আমাদের নিমেষের মধ্যে কেতাদুরস্ত করে তুলতে পারে ৷ পুরুষ মহিলা নির্বিশেষে আমরা সকলেই কমবেশি চামড়ার ব্যাগ ও জুতো ব্যবহার করি ৷ আসুন, জেনে নিই বর্ষায় কী করে ভাল রাখা যায় এই দুই চর্মজ অ্যাকসেসরিজকে ৷
#   বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে চামড়ার ব্যাগ তুলে রাখবেন না ৷ আগে কিছুক্ষণ সিলিং ফ্যানের নীচে রেখে শুকিয়ে নিন ৷ সরাসরি জল না লাগলেও বাতাসের আর্দ্রতাও শুকিয়ে নেওয়া প্রয়োজন ৷ আর চামড়ার ব্যাগে কিন্তু জলস্পর্শ নৈব নৈব চ ৷ এখন তো বাইরে থেকে এসে আমাদের জিনিসপত্র জীবাণুমুক্ত করার বাড়তি কাজ থাকছেই ৷ চামড়ার ব্যাগ তো ধুতে পারবেন না ৷ বরং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে পারেন ৷ তবে স্প্রে যেন ভাল ব্র্যান্ডের হয়, সেটা খেয়াল রাখবেন ৷ নয়তো ব্যাগে দাগ ছোপ ধরে যেতে পারে ৷
advertisement
advertisement
প্রচণ্ড উত্তাপে চামড়ার জিনিসের খুব ক্ষতি হয় ৷ তাই হিটারের কাছে বা সরাসরি রোদে চামড়ার ব্যাগ রাখবেন না ৷
নির্দিষ্ট সময় পর পর চামড়ার ব্যাগ পালিশ করানো খুবই জরুরি ৷ পালিশ করানোর উপাদান নিয়ে কোনও আপস করাবেন না ৷ পালিশের ফলে আর্দ্রতা থেকে ব্যাগ রক্ষা পায় ৷ চামড়ার মধ্যে যে স্বাভাবিক তেল থাকে, তার ভারসাম্য রক্ষা করা যায় ৷ ব্যাগের উজ্বলতা বজায় থাকে ৷ বৃদ্ধি পায় তার আয়ুষ্কালও ৷
advertisement
#  চামড়ার ব্যাগ কখনও ঝুলিয়ে রাখবে না ৷ এতে ব্যাগের আকৃতি নষ্ট হয়ে যায় ৷ সবসময় পাতলা কাপড়ে মুড়ে রাখার চেষ্টা করবেন ৷ নতুন ব্যাগে যেরকম পুরনো কাগজ দলা পাকিয়ে ভরা থাকে, সেভাবেই যদি প্রত্যেক বার ব্যবহারের পর রাখতে পারেন, তা হলে ব্যাগের আকার আকৃতি বজায় থাকবে ঠিকমতো ৷
advertisement
ব্যাগের মতো চামড়ার জুতোরও খেয়াল রাখতে হবে বর্ষাকালে ৷
#  জুতো থেকে শুকিয়ে যাওয়া কাদা তুলতে ব্যবহার করুন পুরনো ব্রাশ ৷
#  পরুন বা না পরুন, চামড়ার জুতো নিয়মিত পালিশ করবেন ৷ নিয়মিত সযত্ন পালিশ জুতোর ঔজ্বল্য ধরে রাখে ৷ আর্দ্রতা থেকে জুতোকে দূরে রাখে ৷
advertisement
#  বাইরে থেকে এসেই জুতোকে শু-কেবিনে ঢুকিয়ে দেবেন না৷ ব্যাগের মতো জুতোকেও কিছুক্ষণ ফ্যানের নীচে শুকিয়ে নিন ৷ খুব ভাল হয় যদি জুতোর ভিতরেও পুরনো কাগজ ভরে রাখতে পারেন ৷ সেইসঙ্গে জুতোকে কাপড়ের কভারে ঢুকিয়ে তার পর শু-কেবিনে রাখুন ৷
#  বর্ষাকালে চামড়ার জুতোয় সহজেই ছত্রাক বাসা বাঁধে ৷ তাই নিয়মিত জুতো পরিষ্কার রাখতে হবে ৷ পুরনো ব্রাশে মাইল্ড সাবান অথবা শ্যাম্পু লাগিয়ে ঘষে ঘষে জুতো পরিষ্কার রাখুন ৷ তা হলে ছত্রাক আক্রমণ রোধ করা যাবে ৷
advertisement
#  বাইরে বেরতে না হলেও অ্যাকসেসরিজের দেখভাল করার অভ্যাসটুকু অন্তত বজায় রাখুন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Leather Care Tips : বর্ষা দোরগোড়ায়, বাইরে না বেরলেও যত্ন নিন চামড়ার ব্যাগ ও জুতোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement