Watermelon Buying Tips: সত্যিই লাল নাকি রং মেশানো, কীভাবে চিনবেন খাঁটি তরমুজ? সহজ উপায় বলে দিলেন সরকারি কর্তারাই

Last Updated:

ক্রেতাদের উদ্দেশ্যে খাদ্যে ভেজাল প্রতিরোধ দফতরের এক আধিকারিকের পরামর্শ, তরমুজ খাঁটি কি না তা কেনার সময় অথবা খাওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত৷

লাল মানেই কি আসল তরমুজ? ছবি- পিটিআই
লাল মানেই কি আসল তরমুজ? ছবি- পিটিআই
চেন্নাই: গরম পড়তে না পড়তেই বাজার ছেয়ে গিয়েছে তরমুজে৷ কিন্তু লাল টুকটুকে তরমুজ কি আসলে সত্যিই লাল? না কি ক্ষতিকারক রং মিশিয়ে তরমুজকে লাল করা হয়েছে?
তরমুজে যে বাইরে থেকে ক্ষতিকারক লাল রং মেশানো হয়েছে, হাতেনাতে তার প্রমাণ মিলল তামিলনাড়ুতে৷ তরমুজ খাঁটি কি না, তা পরীক্ষা করে দেখতে তামিলনাড়ুর তিরুপ্পুরে অভিযান চালিয়েছিল খাদ্যে ভেজাল প্রতিরোধ দফতরের আধিকারিকরা৷
দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই অভিযান চলাকালীন ২০০০ হাজার কেজিরও বেশি খাওয়ার অযোগ্য তরমুজ বাজেয়াপ্ত করে নষ্ট করেন সরকারি আধিকারিকরা৷ অভিযোদ বাজেয়াপ্ত করা তরমুজগুলির ভিতরে ক্ষতিকারক রাসয়ণিকের অস্তিত্ব মিলেছে৷ আধিকারিকদের দাবি, তরমুজগুলি নষ্ট হতে বসেছিল৷ তাই সেগুলিকে টাটকা এবং আকর্ষণীয় দেখাতেই ওই রাসায়ণিক মেশানো হয়৷
advertisement
advertisement
কীভাবে ধরা পড়বে তরমুজে ভেজাল?
ক্রেতাদের উদ্দেশ্যে খাদ্যে ভেজাল প্রতিরোধ দফতরের এক আধিকারিকের পরামর্শ, তরমুজ খাঁটি কি না তা কেনার সময় অথবা খাওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত৷ এক টুকরো তরমুজ কেটে একটি কাচের গ্লাসে জলের ভিতরেই ফেলতে হবে৷ তরমুজে রং মেশানো থাকলে জলের মধ্যে সেই রং মিশতে থাকবে৷
advertisement
এর পাশাপাশি তরমুজ খাঁটি কি না তা বোঝার আরও একটি উপায় বলেছেন ওই আধিকারিকরা৷ তাঁদের কথায়, একটি তরমুজকে দু ভাগ করে তুলো নিয়ে লাল অংশের উপরে ঘষতে হবে৷ যদি ঘষার পরেও তুলো সাদা থাকে তাহলে ঠিক আছে, তুলো লাল হতে থাকলেই বুঝতে তরমুজে রং বা রাসায়ণিক মেশানো হয়েছে৷ একই ভাবে সাদা টিস্যু পেপার বা কাগজ নিয়ে তরমুজের গায়ে ঘষেও এই পরীক্ষা করা সম্ভব৷
advertisement
পাকা এবং খাঁটি তরমুজ চেনার উপায়
তরমুজের আকৃতি দেখেই বোঝা সম্ভব সেটি পাকা কি না৷ তরমুজের আকৃতিতে ভারসাম্য থাকলে, সেটি যথাযথ ভাবে পেকেছে বলে ধরে নিতে হবে৷ ত্যাড়া, ব্যাঁকা আকৃতির তরমুজ কাঁচা থাকারই সম্ভাবনা বেশি৷
পাকা তরমুজের বাইরে ঘন সবুজ রংয়ের হয়, তার সঙ্গে গায়ে ঘন লম্বাটে দাগ থাকে৷ যে তরমুজের গায়ের রং ফ্যাকাসে এবং গায়ে হাল্কা ছোপ রয়েছে, সেগুলি না কেনাই ভাল৷
advertisement
পাকা তরমুজের গায়ে টোকা মারলে সেটি যে ভিতর থেকে ফাঁপা, এরকম আওয়াজ আসবে৷
পাকা তরমুজ মানে তার ওজন বেশি৷ কারণ পাকা তরমুজ মানে তা রসালো হবে, জলীয় পদার্থ বেশি থাকবে৷
তরমুজের যে অংশ মাটির দিকে রাখা থাকে সেই জায়গাটিতে যদি হাল্কা হলদেটে বা ঘিয়ে রংয়ের গর্ত মতো থাকে তাহলেই বুঝতে হবে তরমুজটি পাকা৷
advertisement
তরমুজ যদি মিষ্টি হয় তাহলে তার গায়ে বাদামি রয়ের হাল্কা শিরার মতো দাগ ফুটে উঠবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Watermelon Buying Tips: সত্যিই লাল নাকি রং মেশানো, কীভাবে চিনবেন খাঁটি তরমুজ? সহজ উপায় বলে দিলেন সরকারি কর্তারাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement