Durga Puja Fashion: নবমীর সন্ধেয় আপনিই হবেন পুজোর 'মধ্যমণি', দুর্গাপুজোয় লিস্টে রাখুন মুর্শিদাবাদ সিল্কের এই পিস
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Durga Puja Fashion: সামনেই দুর্গাপুজো। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। শুধু মহিলাদের নয়, এবছর পুজোতে নজর কেড়েছে মুর্শিদাবাদের রেশমের তৈরি সিল্কের বিভিন্ন রকমের শার্ট পিস।
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল : সামনেই দুর্গাপুজো। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। শুধু মহিলাদের নয়, এবছর পুজোতে নজর কেড়েছে মুর্শিদাবাদের রেশমের তৈরি সিল্কের বিভিন্ন রকমের শার্ট পিস। শার্ট পিসকেও তৈরি করতে পারেন জামাকেও বা পাঞ্জাবি। মুর্শিদাবাদ রেশম সিল্ক জগৎ জোড়া বিখ্যাত। তবে শাড়ির যেমন কদর রয়েছে, ঠিক তেমনই এবছর বেশ চাহিদা তুঙ্গে সিল্কের শার্ট পিসের। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মির্জাপুরে এই রেশমের শার্টপিস তৈরি করা হয়। যার চাহিদাও থাকে তুঙ্গে।
মুর্শিদাবাদ সিল্কের কথা সকলেই জানেন। সেই সিল্কের শাড়ি মুর্শিদাবাদে তৈরি হয়ে রওনা দেয় বিভিন্ন জেলা ও রাজ্য। তবে এবছর নজর কাড়ছে এই সিল্কের জামার পিসের। সিল্কের বিভিন্ন রকমের শার্ট পিস ছেলেদের পোশাকের জন্য তৈরি করা হচ্ছে। প্রায় ৫০০ টাকা প্রতি মিটার হিসেবে বিক্রি করছেন ক্রেতারা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ, খড়গ্রাম, নবগ্রামে এই সিল্কের ছিটের চাহিদা তুঙ্গে । কেও জামা, কেও বা পাঞ্জাবি তৈরি করার জন্য ক্রয় করছেন ক্রেতারা।
advertisement
আরও পড়ুন-রাত পোহালেই বছরের শেষ সূর্যগ্রহণ…! ১০০ বছর পর বিরল কাকতালীয় যোগে কারা হবেন ‘মালামাল’? জানুন আপনার ভাগ্যে কী
মুর্শিদাবাদ সিল্কের ইতিহাস রয়েছে। অধুনা বাংলাদেশের রাজশাহী জেলা ও ভারতের মালদা ও মুর্শিদাবাদ বেঙ্গল সিল্কের প্রধান উৎপাদনস্থল হিসেবে হয় পরিগণিত। মুর্শিদাবাদ সিল্ক ইতিহাসের সেই নজিরই বহন করে এখনও। রেশম ও রেশম শাড়ি তৈরির কারখানা ইতিহাসের সিল্ক যুগের কথা মনে করিয়ে দেয়। বেঙ্গল সিল্ক বলতে মূলত বাংলাদেশের রাজশাহী, এই রাজ্যের মালদা ও মুর্শিদাবাদের সিল্ককেই বোঝানো হত সে কালে। কথিত আছে, রেশমচাষের পদ্ধতি, সিল্কের কার্যক্রম ও ব্যবসায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য টিপু সুলতান সুদূর মহীশুর থেকে শিক্ষানবিশ হিসেবে স্থানীয় তাঁতিদের পাঠিয়েছিলেন অবিভক্ত বাংলায়।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর ঝড়-তুফানের মেগা খেলা শুরু…! তুলকালাম ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা, তছনছ হবে জেলার পর জেলা, কী হবে মহালয়ায়?
প্রায় পাঁচ হাজার বছর আগে চিনে প্রথম রেশম আবিষ্কৃত হয়। আবিষ্কারের পর দীর্ঘদিন চিন সন্তর্পণে রেশমচাষ ও উৎপাদনে গোপনীয়তা বজায় রাখে। যা আজও বজায় রেখে তৈরী চলছে এই মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদের মির্জাপুরে তৈরি করা হয় এই সিল্ক শাড়ি। পাশাপাশি নবগ্রাম ও খড়গ্রামে তৈরি হচ্ছে এই সিল্কের পুরুষদের জন্য শার্ট পিস।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 7:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion: নবমীর সন্ধেয় আপনিই হবেন পুজোর 'মধ্যমণি', দুর্গাপুজোয় লিস্টে রাখুন মুর্শিদাবাদ সিল্কের এই পিস