সদ্য মুক্তি পাওয়া 'স্ট্রিট ডান্সার থ্রি ডি' ছবির Muqabla গানে ৪ যুবকের তুমুল নাচ এই মুহূর্তে নেট দুনিয়ার সবথেকে আলোচ্য বিষয়। বলা যায়, ঝড়ের গতিতে 'ভাইরাল'! সবথেকে চমকের বিষয় নাচের শেষ ফ্রেম ! সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিওটা এই ক্যাপশন লিখেই পোস্ট করা হয়, ' লাস্ট ফ্রেম-টা দেখার পর ভিডিও-টা দেখতেই থাকবেন!' নাচের তারিফ করেছেন অভিনেত্রী শ্রুতি শেঠ, টিভি তারকা গৌরব কাপুরও!অসম্বব জটিল কোরিওগ্রাফি, নাচ দেখতে দেখতে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারবেন না... মনে প্রশ্ন আসবেই, সত্যিই ৪জন মানুষ একসঙ্গে এতটা সমান ছন্দে নাচতে পারেন ? কোথাও এতটুকু অসঙ্গতি নেই! নেই এতটুকু তালবিভ্রাট! এই পর্যন্ত তো তাও ঠিক ছিল, কিন্তু প্রশ্ন হল, কী আছে শেষ ফ্রেমে ? কী এমন চমক যার টানে কোটি কোটি ভিউ এই ভিডিওর!
Woahhhhh Brilliant!!!! https://t.co/XWWtpxE0md
— Shruti Seth (@SethShruti) February 17, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Dance