Relationship : ডিভোর্সের পর নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন? ভেবে দেখুন কিছু বিষয়

Last Updated:

Relationship : ডিভোর্সের পর নতুন যাত্রা শুরু করতে চাইলে কিছু বিষয় আগেই ভেবে রাখতে হবে

 প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখলেও, অতীতে একসঙ্গে কাটানো সময় নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন না। এতে প্রাক্তন আরও বেশি করে ফিরে আসার প্রসঙ্গ টানবে।
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখলেও, অতীতে একসঙ্গে কাটানো সময় নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন না। এতে প্রাক্তন আরও বেশি করে ফিরে আসার প্রসঙ্গ টানবে।
দাম্পত্য যতই দীর্ঘ হোক, বিচ্ছেদ বা ডিভোর্স (divorce) সব সময়ই জটিল প্রক্রিয়া৷ কারণ বিচ্ছেদ মানুষকে আবেগতাড়িত করে তোলে৷ কারও ক্ষেত্রে জীবন মসৃণ হয় বিচ্ছেদের পরে৷ কিন্তু অনেকের ক্ষেত্রেই ডিভোর্স বড় ট্র্যাজেডি৷ বিচ্ছেদের পর অনেকে জীবনই ক্ষতবিক্ষত হয়ে যায়৷ অনেকে আবার নতুন করে সব শুরু করতে চান৷ ডিভোর্সের পর নতুন যাত্রা শুরু করতে চাইলে কিছু বিষয় আগেই ভেবে রাখতে হবে (new relation after divorce)৷
আরও পড়ুন : রান্নাঘরে তেলমশলার চটচটে দাগছোপ কিছুতেই উঠছে না? রইল সহজ ঘরোয়া উপায়
বিচ্ছেদের পর অনেকেই খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে নেন৷ তাঁরা প্রতিবাদ করতে ভুলে যান৷ বা ভয় পান৷ তবে একটা সম্পর্ক ব্যর্থ হয়েছে বলে পরবর্তী সম্পর্কও যে ব্যর্থ হবে, তার কোনও নিশ্চয়তা নেই৷
আরও পড়ুন : কোন কোন শারীরিক সমস্যায় বিটরুট কোনওমতেই খাওয়া যাবে না, জেনে নিন
অন্যদিকে নতুন সম্পর্কে পা রাখার জন্য তাড়াহুড়োও করবেন না৷ যাঁর হাত ধরতে চাইছেন, তাঁকে বোঝার চেষ্টা করুন৷ তার পর পরিণত সিদ্ধান্ত নেবেন৷ ভাল করে ভেবে দেখুন তিনি আপনার যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারবেন কিনা৷
advertisement
advertisement
আরও পড়ুন : এক বার কাচার পরই সোয়েটার জুড়ে গুড়ি গুড়ি? দূর করুন এই ভাবে
ডিভোর্সের পর অন্য কারওর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকতেই পারেন৷ কিন্তু তাই বলে তাঁকে যে বিয়ে করতেই হবে, সে কথাও ধ্রুব সত্য নয়৷ বিয়ের চিন্তা আপনার মনের উপর চাপ তৈরি করতে পারে৷ বিয়ের সিদ্ধান্ত নিয়ে জটিলতা নতুন মানুষের সখ্য উপভোগ্য নাও হতে পারে৷ তাই তাড়াহুড়ো না করে নতুন সম্পর্ককে যথেষ্ট সময় দিয়ে আগে সেটিকে পরিণত হতে দিন৷ তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : ডিভোর্সের পর নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন? ভেবে দেখুন কিছু বিষয়
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement