আপনি বিবাহিত ? এগুলো খাচ্ছেন তো !

Last Updated:

বিয়ের মরসুম পড়তে না পড়তেই বিয়েটা সেরে ফেললেন ৷ কিন্তু সব দিক থেকে তৈরি তো ? ভাবছেন এ আবার কি কথা !

#কলকাতা: বিয়ের মরসুম পড়তে না পড়তেই বিয়েটা সেরে ফেললেন ৷ কিন্তু সব দিক থেকে তৈরি তো ? ভাবছেন এ আবার কি কথা ! ভালো চাকরি করছি, ফ্ল্যাট আছে ৷ আর কি চাই ? চাই, আরও অনেক কিছু চাই ৷ দাম্পত্যকে শক্ত করে বাঁধতে হলে, মানসিক ও দৈহিক দু’দিক থেকেই হতে হবে পারফেক্ট ৷ নড়বড়ে হলেই ! এক্কেবারে গেল ৷ ব্যাপারটা আঁচ করেছেন ? ব্যস, পড়ে ফেলুন চটপট ৷ কী খেলে জমবে আপনার দাম্পত্য প্রেম !
কালো আঙুর
গবেষণায় এসেছে কালো আঙুর আপনার শরীরী প্রেমে তুফান আনতে একবারে পারফেক্ট ৷ কালো আঙুরের রস, শরীরে প্রবেশ করতেই মগজে অ্যালার্ম ! ব্যস, সঙ্গীকে সঙ্গে নিয়ে নেমে পড়ুন প্রেম খেলায় ৷ প্রেমকে দীর্ঘতম করতে কালো আঙুরের জুড়ি নেই ! রোজ অন্তত ১০ টা করে কালো আঙুর গালে ফেলুন ৷
advertisement
advertisement
ব্রোকোলি
ডাক্তাররা বলছেন ব্রোকোলিতে রয়েছে ভিটামিন সি ৷ সঙ্গমে ভিটামিন সি একেবারে অনুঘটকের কাজ করে ৷ ডাক্তারদের কথামতো, যৌনক্রিয়াকে শুধু দীর্ঘ নয়, সঠিক পথে চুপি চুপি নিয়ে যায় এই ভিটামিন সি-ই ৷ আপনি বোঝার আগেই মগজে সিগন্যাল পাঠিয়ে ক্ষান্ত হয় এই ব্রোকোলি ৷ তাই নিয়মিত ব্রোকোলি খান ৷ স্যালাড, কিংবা রান্না করা সবজির সঙ্গে মিশিয়ে নিতে পারেন ব্রোকোলি৷
advertisement
লবঙ্গ
প্রাচীনকাল থেকে যৌন চিকিৎসায় লবঙ্গ ব্যবহার হয়ে আসছে ৷ বিশেষ করে পুরুষ লিঙ্গে শিথিলতা দূর করতেই লবঙ্গ ব্যবহার করা হয় ৷ ডাক্তাররা বলছেন, যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার আগে লবঙ্গ মুখে নিন ৷ শুধু যৌনতাই নয়, মুখের দুর্গন্ধ দূর করতেই কার্যকরী লবঙ্গ !
ডুমুর
পুরুষদের খুশি করতে মেয়েদের তুরুপের তাস হল ডুমুর ! অবাক হচ্ছেন? ডাক্তাররা বলছেন, ডুমুর চট করে শরীরে বাড়িয়ে দেয় উত্তেজনা ৷ আপনার পুরুষসঙ্গীটি সেটা টের পাবে, আপনার শরীরে হাত রাখলেই ৷ যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার ঘণ্টা দু’য়েক মুখে ফেলুন ডুমুর ৷
advertisement
আদা
আদা কুচি শুধু কাসিই কমায় না ৷ উত্তেজনা বাড়িয়ে তুলতেও ওস্তাদ ৷ যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার আগে দু-এক কুচি আদা খান ৷ ইচ্ছে করলে, আদা চা-ও ট্রাই করতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনি বিবাহিত ? এগুলো খাচ্ছেন তো !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement