5 Exercise to Reduce Belly Fat: বেরিয়ে আসবে সিক্স প্যাক, উধাও হবে ভুঁড়ি! মাত্র পাঁচটি ব্যায়ামে পাবেন নতুন শরীর
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Purba Bardhaman News: পাঁচটি ব্যায়াম পেটের ফ্যাট কমানোর জন্য একদম সবথেকে বেশি কার্যকরী। কিন্তু এই ব্যায়াম তখনই কাজ করবে যখন আপনি একটা ভাল ডায়েট করবেন ।
পূর্ব বর্ধমান: দৈনন্দিন জীবনে সকলেই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকেন । তবে কাজে ব্যস্ত থাকলেও সকলেরই ইচ্ছে হয় নিজের শরীরকে ফিট রাখতে। তাই অনেকে নিজের শরীরকে ফিট রাখার জন্য এবং সুন্দর আকারে শরীরকে রাখার জন্য, জিম যান। তবে জিম গেলেও একটা সমস্যা প্রায় থেকেই যায়। কমবেশি সকলেরই এই সমস্যা রয়েছে, সেটা হল ভুঁড়ি। অতিরিক্ত ভুঁড়ি হয়ে যাওয়ার কারণে কাজের ক্ষেত্রেও সমস্যা হয় অনেকেরই। তবে ভুঁড়ি কমানোর জন্য জিমে গিয়ে পরিশ্রম করেও অনেকের কোনও কাজের কাজ হয় না । এমনও অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে জিমে যাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও তারা তাদের ভুঁড়ি কমাতে পারছেন না।
তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। ভুঁড়ি নিয়ে যারা চিন্তায় রয়েছেন শুধুমাত্র তাদের জন্যএমন পাঁচটি ব্যায়াম দেখানো হবে , যেটা করলেই অতি সহজেই কমবে ভুঁড়ি। যদি প্রতিদিন নিয়ম মেনে এই পাঁচটি ব্যায়াম করা যায় তাহলে মাত্র কয়েক দিনের মধ্যেই ফল বুঝতে পারবেন।জিম ট্রেনার সুমন্ত দে বলেন , “এই পাঁচটি ব্যায়াম পেটের ফ্যাট কমানোর জন্য একদম সবথেকে বেশি কার্যকরী। কিন্তু এই ব্যায়াম তখনই কাজ করবে যখন আপনি একটা ভাল ডায়েট করবেন । ডায়েট না করলে যতই ব্যায়াম করুন না কেন , পেট কমবে না ।” তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভুঁড়ি কমানোর পাঁচটি মোক্ষম ব্যায়াম ।
advertisement
আরও পড়ুনPassion Fruit: ফল খাবেন, বীজও খেতে পারবেন! উপকারিতা ব্যাপক, নতুন ধরনের ফল আসছে বাজারে, এখনই চিনুন
advertisement
প্রথম ব্যায়ামটির নাম হল ‘ক্রাঞ্চেস ‘। এই ব্যায়াম পেটের জন্য বেশ ভাল । এই ব্যায়াম করলে খুব সহজেই পেটের উপরের অংশের মেদ কমে যাবে । দ্বিতীয় ব্যায়াম হল ‘লেগ রাইজ ‘ । এই ব্যায়ামটি পেটের নীচের অংশের জন্য বিশেষ কার্যকরী। তল পেটের মেদ কমাতে সাহায্য করে ।এই ব্যায়ামটি জিম ছাড়াও নিজের বাড়ি অথবা মাঠেও করা যাবে । সাইড ফ্যাট কমানোর জন্য তৃতীয় ব্যায়ামটি হল ‘সাইড বেন্ড ‘। সাইড ফ্যাট নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তবে ‘সাইড বেন্ড’ ব্যায়ামটি করলে সহজেই দূর হবে পেটের সাইড ফ্যাট। ইট অথবা যে কোনও ভারি জিনিস নিয়ে এই ব্যায়াম বাড়িতেও করা যাবে । চতুর্থ ব্যায়ামটি হল ‘ সিটাপ ‘ । কমবেশি অনেকে এই ব্যায়ামটার সঙ্গে পরিচিত। পেটের মেদ কমাতে এই ব্যায়াম ব্যাপক কাজ করে । একদম শেষ অর্থাৎ পঞ্চম ব্যায়ামটি হল ‘ প্ল্যাঙ্ক ‘ । এই ব্যায়াম পেটের মাসেল শক্ত করতে সাহায্য করে ।
advertisement
বেশি সময় ধরে এই ব্যায়াম করলে, এটা পেটের জন্য খুবই উপকারী হবে ।যে পাঁচটি ব্যায়াম নিয়ে আলোচনা করা হল, প্রত্যেকটা ব্যামের রিপিটেশন হাই রাখতে হবে । রিপিটেশন হাই রাখলে তবেই বেশি তাড়াতাড়ি কাজ হবে । তবে এই সমস্ত ব্যায়ম করার ক্ষেত্রে অবশ্যই ট্রেনারের কাছে জেনে নেওয়া ভালো।
বনোয়ারীলাল চৌধুরী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 4:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
5 Exercise to Reduce Belly Fat: বেরিয়ে আসবে সিক্স প্যাক, উধাও হবে ভুঁড়ি! মাত্র পাঁচটি ব্যায়ামে পাবেন নতুন শরীর