Dark Spot: ঘাড় ও গলার কালো দাগ মুহূর্তে দূর করবে এই ঘরোয়া টোটকা! কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলোবালি ও ঘামের প্রভাবে ঘাড় ও কনুইয়ের ত্বক কালো হয়ে যায়।
পরিষ্কার ও চকচকে ত্বক পেতে মানুষ কত কিছুই না করে। কিন্তু বহু চেষ্টার পরেও শরীরের কিছু অংশ কালোই থেকে যায় যা দেখতে খুবই খারাপ লাগে। সাধারণত রোদে পোড়ার কারণেই ত্বকের বিভিন্ন অংশ কালো হয়ে যায়। নামী-দামি ক্রিম বা রোজকার পরিচর্যা করেও এর থেকে সহজে মুক্তি মেলে না।
ঘাড় ও কনুইয়ে সবচেয়ে বেশি কালো ভাব দেখা যায়। সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলোবালি ও ঘামের প্রভাবে ঘাড় ও কনুইয়ের ত্বক কালো হয়ে যায়। ত্বকের কালোভাব দূর করতে কিছু সহজ ঘরোয়া প্রতিকার মানা যেতে পারে।
advertisement
advertisement
বেসন ও লেবু- ঘাড় ও কনুইয়ের কালো দাগ দূর করার সবচেয়ে ভাল টোটকা হল বেসন এবং লেবুর ব্যবহার। এজন্য ১ চামচ বেসন এর সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে ঘাড় ও কনুইতে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে।
মধু ও লেবু- ঘাড় ও কনুইয়ের কালো ভাব দূর করতে মধু ও লেবু ব্যবহার করা যেতে পারে। এ জন্য মধুতে লেবুর রস মিশিয়ে ঘাড়ে ও কনুইয়ে লাগাতে হবে, কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই টোটকা ব্যবহার করলে ঘাড় ও কনুইয়ের ত্বক খুব শিঘ্রই হয়ে উঠবে পরিষ্কার ও চকচকে।
advertisement
হলুদ ও দুধ- হলুদ ও দুধের সাহায্যেও ঘাড় ও কনুইয়ের ত্বক পরিষ্কার করা যেতে পারে। এজন্য ১ চা চামচ দুধ ও বেসন মিশিয়ে ঘাড়ে ও কনুইয়ে লাগান। তারপর শুকিয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন। কয়েকদিনের মধ্যেই ঘাড় ও কনুইয়ের কালো ভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 1:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark Spot: ঘাড় ও গলার কালো দাগ মুহূর্তে দূর করবে এই ঘরোয়া টোটকা! কীভাবে ব্যবহার করবেন জেনে নিন