তবলায় জিঙ্গেল বেলের সুর তুলে ফেসবুকে প্রতি মিনিটেই সুপার ভাইরাল যুবক
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মিনিটে মিনিটে দুরন্ত গতিতে বাড়ছে ভিউ
তবলার তালে জমে উঠেছে আসর ৷ দারুণ গানে জমে উঠেছে সোশ্যাল মিডিয়া, দুর্দান্ত ভিডিওটি তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুকে ৷ কিছুদিন আগেই বড়দিন কাটিয়েছি আমরা ৷ বড়দিন বাঙালির খুব কাছে উৎসব হয়ে দাঁড়িয়েছে ৷ খ্রিস্টধর্মের মানুষের কাছে বড় আনন্দের দিন সুখের দিন ও খুশির দিন ৷ কেননা ২৫ ডিসেম্বরেই রোমের বেথলেহেম শহরের এক আস্তাবলে মাতা মেরীর কোল আলো করে জন্মেছিলেন ভগবান যিশু ৷
তাঁর জনমদিনই সবার কাছে বড় আনন্দ নিয়ে আসে খুশির দিনই বড়দিন ৷ সারা পৃথিবী জুড়ে আনন্দ ও খুশির বার্তা নিয়ে এসেছিলেন ভগবান যিশু ৷ তিনি তাদেরও ক্ষমা করেছিলেন যারা তাঁকে যন্ত্রণাজনক মৃত্যু দিয়েছিল ৷ তাঁদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে একটি প্রার্থনাই করেছিলেন ভগবান তুমি এদের ক্ষমা করে দাও এরা জানেনা এরা কী করছে ৷ এর থেকে বড় উদাহরণ সারা পৃথিবীতে আর একটিও পাওয়া যায়নি ৷ তাঁরই জন্মদিনে হিন্দু, মুসলিম-সহ বিভিন্ন ধর্মাবলম্বীরা আনন্দে মাতেন, খাওয়া দাওয়া করেন, কেক কাটেন সব মিলিয়ে আনন্দ করেন ৷
advertisement
advertisement
সাধারণ মানুষের কাছে বড়দিনের অর্থ কেক খাওয়া, বাড়ি সাজানো, চার্চে যাওয়া, ভাল খাওয়া দাওয়া করা, ছোটদের কাছে সান্তার উপহার অবশ্যই জিঙ্গেলবেল গানটি ৷ সেই জিঙ্গেলবেল গানটিকে তবলায় অনবদ্য ভাবে বাজিয়ে ভাইরাল যুবক ৷ এই সুর নিমেষেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 2:47 PM IST