corona virus btn
corona virus btn
Loading

বোনের বিয়েতে সুপারহিট হিন্দি গানে বোনকে নিয়ে ভাইয়েদের তুমুল নাচ, আছড়ে পড়েছে ফেসবুকে

বোনের বিয়েতে সুপারহিট হিন্দি গানে বোনকে নিয়ে ভাইয়েদের তুমুল নাচ, আছড়ে পড়েছে ফেসবুকে

শাহরুখ-মাধুরীর জনপ্রিয় হিন্দি ছবির গানের দুর্দান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

  • Share this:

ভাইবোনের সম্পর্ক এমনই অমূল্য যে এই সম্পর্কের কোনও বিকল্প কখনই হতে পারেনা ৷ দাদা, হোক বা ভাই এই বন্ধন যেন কখনই ভোলার নয় ৷ এক সঙ্গে বেড়ে ওঠা, জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন ঘটনার সঙ্গে এগিয়ে চলা কখনও হার, কখনও জিৎ এই নিয়েই চলতে থাকে জীবন ৷ সময়ের সঙ্গে সঙ্গে ভাইরবোনের সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে ৷ ছোটবেলায় যেমন সম্পর্ক থাকে একটু দুষ্টু ও মিষ্টি অভিজ্ঞতা নিয়েই চলে জীবন ৷ কখনও খুনসুটি তো কখনও ভাইয়ে বোনে লড়াই আস্তে আস্তে যেন এক অদৃশ্য টানের জন্ম দেয় ৷

বোনের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাড়ে ভাইয়ের দায়িত্ব বড় ভাই বা দাদা হলে দায়িত্ব অনেকটাই থাকে ভাই বা ছোট ভাই হলেও সেই দায়িত্ব কোনও মতেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় ৷ এমনই এক বোনের বিয়েতে ভাইয়েরা জমিয়ে নেচেছে সেই ভিডিও সুপারহিট গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ জনপ্রিয় বলিউডের ছবি হাম তুমহারে হ্যায় সনম ছবির গানে জমিয়ে নেচেছেন সেই ৷

গানটি শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের বিয়ের অনুষ্টানে মাধুরী দীক্ষিতের ভাই অতুল অগ্নিহোত্রি ও শাহরুখ খানের বোন সুমন রঙ্গনাথকে নিয়ে সলমন খান কাঁপায়েছিলেন নেচে ৷ সেই দারুণ গানের সঙ্গে নেচে সবাইকে তাক লাগিয়েছে দিয়েছিলেন ৷ এতটাই প্রিয় গানযে সত্যি সত্যি বোনের বিয়েতে ভাইয়ের এই গানে নেচে নিজেদের আবেগ প্রকাশ করেন ৷ তবে এই ভিডিওটির সত্যতা যাচাই আমরা করিনি ৷ হতেও পারে কোনও প্রমোশনাল শ্যুট ৷

ভিডিও থেকে পাওয়া আবেগককে অস্বীকার করা উপায় নেই বলেই ভাইরাল ভিডিও তুমুল গতিতে শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

Published by: Arjun Neogi
First published: February 11, 2020, 6:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर