সোশ্যাল মিডিয়ায় সুপাহিট মোরগ-মুরগির বিয়ে ! ঝড়ের গতিতে ভাইরাল ছবি

Last Updated:

ঘরে বাইরে চলছে চর্চা সমান তালে

আর যেখানে যাওনা রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে খবরদার কিংবা ভয় পেওনা ভয় পেওনা তোমায় আমি মারবোনা, সত্যি বলছি কুস্তি করে তোমর সঙ্গে পারবনা, হেড অফিসের বড়বাবু লোকটি ভারী শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনও জানতো ? এই মজার ছড়াগুলি পড়তে পড়তেই শৈশব থেকে কৈশোরে কখন পা চলে যায় ৷ বাঙালির শৈশব সাধারণত রবি ঠাকুর, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়েই বড় হতে হয় ৷
তবে বাঙালির কচিকাচাদের শৈশব যে কেবল এর মধ্যেই পড়ে আছে বা আটকে আছে তাই নয় ৷ এছাড়াও অনেক কবি সাহিত্যিকের লেখা পড়ে বড় হয় ৷ কখনও প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর শাসানি, ছেলেবেলার সেই লেখাপড়া বা শেখার দিনগুলি যেন বারেবারে ফিরে আসে জীবনে ৷ মজার মধ্যে দিয়ে শেখা লেখাপড়া ৷ সেই সমস্ত দিনের মতই যেন জীবনের বাকি দিনগুলি কাটে সেই প্রার্থনাই করতে হয়েছে বারেবারে ৷ মজার সঙ্গে লেখাপড়ার মিশেল যেন কোথায় পাওয়া গেল ৷ কারোর সঙ্গে কোনও কিছুর তুলনা হয়না ৷ তবুও ফেসবুকে একটি মজার পোস্ট দেখে বেশ মনে হল সেই সব দিনের কথা পোস্টে দেখতে পাওয়া গিয়েছে একজন পোস্ট করেছেন দুটি মোরগ ও মুরগির ছবি ৷
advertisement
advertisement
দিয়েছেন বিয়েও সঙ্গে ক্যাপশন দিয়েছেন তিনি মুরগির বিয়ে দিয়েছেন কেননা তিনি বৈধ ডিম খেতে পারেন ৷ তবে হতেই পারে ছবিটি সম্পদিত ছবিটির সত্যতা যাচাই করিনি আমরা ৷ এই পোস্ট থেকে নিছকই হাস্যরস আমরা আস্বাদন করছি ৷ আপাতত এই বিষয়টি চর্চায় রয়েছে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সোশ্যাল মিডিয়ায় সুপাহিট মোরগ-মুরগির বিয়ে ! ঝড়ের গতিতে ভাইরাল ছবি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement