হোম /খবর /লাইফস্টাইল /
বিয়ের উপহারের টাকা WhatsApp-এ পাঠিয়ে ফেসবুক কাঁপালেন বউ, দুরন্ত গতিতে ভাইরাল

বিয়ের উপহারের টাকা WhatsApp-এ পাঠিয়ে ফেসবুক কাঁপালেন বাড়ির বউ, দুরন্ত গতিতে ভাইরাল ভিডিও

ভিডিও-টি শুধুই সোশ্যাল মিডিয়া কাঁপায়নি করেছে তোলপাড়ও

  • Last Updated :
  • Share this:

বিয়ের মরশুমের সেরা আকর্ষণ ৷ বিয়েবাড়ি যেতে বা নিমন্ত্রণ পেচে সবারই ভাললাগে ৷ বিয়েবাড়ির আলোর রোশনাই, নানান রীতিনীতি, আমন্ত্রিতদের ভিড়, আকাশে বাতাসে সুগন্ধি ভরপুর, বিয়ে স্থির হলে পাত্রপক্ষ ও কনেপক্ষের ব্যস্ততা চরম ওঠে ৷ বিয়ের নানান রকমের কার্যকলাপ থাকে ৷

নাওয়া-খাওয়ার সময় থাকেনা কেননা ৷ বিয়ের দিনক্ষণ ঠিকঠাক করা, কার্ড ছাপানো, বিয়ের বাঁসর প্রস্তুত, বিয়ের বাড়ি ভাড়া বা প্যান্ডেলের ব্যবস্থা করা, কেনাকাটা করা, সব রকমের ব্যস্ততার মাঝে আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করাটাও একটি বিশেষ কাজের মধ্যে পরে ৷ এমনই এক সুপার ভিডিও কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়াটসঅ্যাপে এবং সেই আমন্ত্রণ পেয়ে এক ঘনিষ্ঠ আত্মীয় বিয়ে উপলক্ষ্যে ৫০০ টাকার নোটের ছবি তুলে পাঠিয়েছেন ৷

এই ভিডিওই সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ভিডিও ৷ বেশ মজাও পেয়েছেন ভিডিওটি দেখেছেন সবাই ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Facebook viral, Super viral video, Viral Video