corona virus btn
corona virus btn
Loading

বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতে যেতে নতুন বউয়ের দুর্দান্ত নাচের ভিডিও শ্যুট, জমজমাট নাচও

বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতে যেতে নতুন বউয়ের  দুর্দান্ত নাচের ভিডিও শ্যুট, জমজমাট নাচও

এ এক বিরলতম দৃশ্য সঙ্গে বিপুল এনার্জিও দেখা গিয়েছে

  • Share this:

#কলকাতা: বদলেছে সময় পাল্টেছে দৃষ্টিভঙ্গি ৷ মানুষের চিন্তাভাবনা আরও আধুনিক হচ্ছে মানুষের চিন্তাভাবনা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে জীবনের নানান চাহিদা ৷ সেই অন্য এক সময়ের ঘটনা ছিল ৷ যখন বিয়ের পরে কনে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেত চোখের জল নিয়ে ৷

চোখে মুখে একটা ভয় ভয় ভাব ৷ নতুন পরিবেশে গিয়ে কতটা মানিয়ে নমিতে পারবে সেটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ ৷ শ্বশুরবাড়িতে গিয়ে সবার মন জুগিয়ে চলতে হবে ৷

দিনকাল বদলেছে এখন অনেকটাই সঙ্কীর্ণতা ছেড়ে মানুষ অনেক উদার হয়েছে ৷ তাই এখন আর মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি যওয়ার সময় আর কাঁদেনা বরং হাসতে হাসতে যায় ৷ যেতে দুরন্ত গানের সঙ্গে ভিডিও শ্যুট করতে করতে যায় ৷ এমনই এক ঘটনা ঘটেছে যখন বিয়ে করে কনে যাচ্ছে শ্বশুরবাড়ি কোকাকোলা তু গানটিতে অনবদ্য ভিডিও শ্যুট করে ৷ তবে এটা হতেই পারে কোনও ভিডিও প্রমোশন ৷ এই বিষয়ে যুক্তিতে না গিয়ে রস আস্বাদন করাই ভাল ৷

First published: September 7, 2019, 7:18 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर