সমাজের এক প্রান্তে যখন নারী নির্যাতন বা শিশুদের প্রযন্ত হেনস্থার খবর মানবতাকে কলঙ্কিত করে কলুষিত করে ঠিক সেই সময়েই সমাজের অন্য প্রান্তে দেখা যায় ছোট্ট মেয়ের জন্মের পরে বাড়ির লোকেদের আনন্দ তাঁরা মনে করেছেন স্বয়ং মা লক্ষ্মী যেন তাঁদের ঘরে এসেছে ৷ তাই শিশুকে আনন্দে আবাহনে সবাই বরণ করেছিলেন এমন ভিডিও যেমন বারেবারে মনকে আলাদা তৃপ্তি দেয় মনকে আরও সুন্দর করে তাকে ৷ পুরনো ও বস্তা পচা ধারণাগুলি হয়তো এইবার বিদায় নেওয়ার পালা এসেছে ৷
মেয়েরা কোনও মতেই বাবা-মায়ের দুঃখের কারণ নয় তারা কোনও ভাবেই পিছিয়ে নেই ৷ তারাও বংশের পরিচয় বহন করতে পারে ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একটি মেয়েকে ঠাকুরের আসনে বসিয়ে পুজো ও আরতি করছেন একজন মানুষ ৷
এই প্রসঙ্গে স্বামী বিবেকান্দের একটি কথা বলাই যায় তিনি বলেছিলেন পৃথিবীতে সমস্ত সভ্য দেশই নারীদের সম্মান করে আরও সভ্য ও উন্নত হয়েছে ৷ সেই ভিডিওই আপাততা তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়াকে ৷ একই সঙ্গে এক বৃহৎ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baby Girl, Viral Video