আশির দশকের একটি জনপ্রিয়া গানে ঝড় তুলেছিল সেটি হল এক দো তিন, চার পাঁচ ছে সাত আট নও দশ গেয়ারা ৷ তেজাব ছবিতে অলকা ইয়াগনিকের এই দুর্দান্ত গানের সঙ্গে জমাটি নাচ নেচেছিলেন মাধুরী দীক্ষিত নেনে ৷ এই নাচই ভারতীয় চলচ্চিত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে ৷ এই বিশেষ ধরনের নাচ যেখানে মাধুরী দীক্ষিত এক অনবদ্য ভঙ্গিতে বিনোদন ৷ যা সমস্ত মানুষের বিনোদনের গুণকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ৷
সেই ছবিই দশকের পর দশক ধরে সবার মনে জায়গা করে রেখেছে ৷ আলকা ইয়াগনিকের গান ও মাধুরী দীক্ষিত নেনের নাচ এক বড়সড় আলোড়ন তুলেছে ফেসবুকে ৷ এই গানের সঙ্গে নতুন করে নাচ সঙ্গে শরীরী মোচড়ও, এক কথায় বিনোদনের মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ ৷ সুপারহিট গানের সঙ্গে বেলিডান্সের কম্বিনেশন এক নতুন মাত্রা যোগ করেছে ৷ ইতিমধ্যেই কোটি কোটি দর্শক ভিডিওটি শেয়ার করেছেন ৷
দুরন্ত এই ভিডিওটি ফেসবুকে তুলেছে ঝড় ৷ প্রতিটি মুহূর্তেই ক্রমেই বাড়ছে ভিউ সঙ্গে শেয়ার ও লাইকের বন্যাও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Belly Dance, Facebook Video, Tezaab, Viral Instagram