International Friendship Day 2021: বন্ধু হিসেবে আপনি ঠিক কেমন? বলে দেবে আপনার রাশি!

Last Updated:

International Friendship Day 2021: ব্যক্তিত্ব অনুযায়ী আমরা নিজেরা বন্ধুদের কাছে ঠিক কতটা বিশ্বস্ত তা বলে দিতে পারে রাশিচক্র।

#International Friendship Day 2021: বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস আর বোঝাপড়াটাই শেষ কথা। সেই কারণে সম্পূর্ণ ভিন্ন দু’টি চরিত্রের মানুষের মধ্যেও বন্ধুত্ব হতে দেখা যায়। কিন্তু ব্যক্তিত্ব অনুযায়ী আমরা নিজেরা বন্ধুদের কাছে ঠিক কতটা বিশ্বস্ত তা বলে দিতে পারে রাশিচক্র। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই!
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। অ্যাডভেঞ্চার প্রিয় মেষ জাতক-জাতিকারা সব সময়ে জীবনে নতুনত্ব খোঁজেন। তাই এঁদের আশেপাশের বন্ধুরা এঁদের প্রতি সহজেই আকৃষ্ট হন। এঁরা বন্ধুদের স্বপ্নপূরণের জন্য সব রকম উৎসাহ দেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। এঁরা নিজের কাজ নিয়ে সারাক্ষণ মেতে থাকলেও বন্ধুদের জন্য সাহায্য করতে ভোলেন না। পজিটিভ স্বভাবের বৃষরা অন্যদের মোটিভেট করতে ভালোবাসেন।
advertisement
advertisement
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এঁরা জীবনের শত ব্যস্ততার মধ্যেও বন্ধুদের সঙ্গ দিতে ভোলেন না। সামাজিক মেলামেশা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এঁদের জুড়ি মেলা ভার।
কর্কট (Cancer): জুন ২১- জুলাই ২২। কর্কট জাতক-জাতিকারা কাছের বন্ধুদেরকে ঠিক বাবা-মায়ের মতোই যত্ন বা শাসন করেন, তাঁদের সব রকম সুবিধে-অসুবিধের দিকে এঁদের নজর থাকে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। বন্ধুদের আড্ডায় এঁদের উপস্থিতি চারপাশের পরিবেশকে ঝলমলে করে তোলে। আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সবাই এঁদের বন্ধু হতে চান।
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। চৌখস বুদ্ধির অধিকারী কন্যা জাতক-জাতিকারা বন্ধুদের জন্য যেন সব সময় সাহায্যের হাত বাড়িয়েই রাখেন। সামাজিক মেলামেশাতেও এঁরা থাকেন এক নম্বরে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। এঁদের বন্ধুবৃত্ত অনেকটাই বড়। সৎ, সাহসী এবং বিনয়ী স্বভাবের অধিকারী তুলা জাতক-জাতিকাদের সবাই পছন্দ করেন।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। এঁরা একবার কথা দিয়ে ফেললে শত ঝুঁকি নিয়েও সেই কথা রাখেন। অত্যন্ত বিশ্বাসী বলে বন্ধুরাও এঁদের প্রতি ভরসা রাখেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। আত্মবিশ্বাসী এবং আশাবাদী স্বভাবের ধনু জাতক-জাতিকারা সহজেই বন্ধুদের মনোযোগ আকর্ষণ করেন। এঁরা অন্য কাউকে খুব একটা বিচার করার পক্ষপাতী নন।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এঁরা দায়িত্ব নিয়ে ভালো ভাবে কাজ করতে পারেন বলে বন্ধুদের দলে সহজেই মধ্যমণি হয়ে যান।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। সৃজনশীল স্বভাবের কুম্ভ জাতক-জাতিকারা বন্ধুদের আত্মবিশ্বাসী হতে এবং নিজের স্বপ্নকে মেলে ধরতে উৎসাহ দেন। বন্ধুরাও তাই এঁদের মতামতের দাম দেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। মীন রাশির জাতক-জাতিকারা বন্ধুদের মনের কথা বুঝতে পারেন। যে কোনও বিপদে এঁরা বন্ধুদের গুরুত্বপূর্ণ মতামত দেন এবং পাশে দাঁড়ান।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
International Friendship Day 2021: বন্ধু হিসেবে আপনি ঠিক কেমন? বলে দেবে আপনার রাশি!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement