হোম /খবর /লাইফস্টাইল /
এক ধাক্কায় বিনোদন তিনগুণ, শাহরুখ খানের ৩টি সুপারহিট গানের ভিডিওতে ভাইরাল যুবক

এক ধাক্কায় বিনোদন তিনগুণ, শাহরুখ খানের ৩টি সুপারহিট গানের ভিডিওতে ভাইরাল যুবক

দশকের পর দশক ধরে চলা গানে ঝড় তুলেছেন তিনি

  • Last Updated :
  • Share this:

ফেসবুক কাঁপানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ দুরন্ত বা দুর্দান্ত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ শাহরুখ খান অভিনীত দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে ছবির দুরন্ত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকরের গান ৷ দশকের পর দশক সুপরাহিট গানটি মানুষের মনে তুফান তুলেছে বারেবারে ৷

প্রতিটি ক্ষেত্রেই দর্শদের ছবিটি বিশেষ করে ভাললেগেছে ৷ হো গয়া হ্যায় যো তুঝকো তো প্যায় সাজনা ৷ লাখ করলে তু ইনকার সাজনা ৷ শুধুই এই গান নয় এর সঙ্গে রইস ছবির গানেও দুর্দান্ত ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় তাণ্ড দেখিয়েছেন যুবক ৷ বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আরও একটি ছবির দুর্দান্ত গানের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় ছবির গানেও তিনি ভিডিও তুলেছেন ৷ তুমুল গতিতে ভাইরাল হয়ে ভিডিও গুলি আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কুছ কুছ হোতা হ্যায় ছবিটি রাহুল চরিত্রে অভিনয় করে যুবক-যুবতীদের রোল মডেল হয়েছেন ৷

একদিকে রাজ অন্য দিকে রাহুল চরিত্রগুলি যেন বারে বারে মনের কাছাকাছি এসেছে ৷ দেখে নিন একসঙ্গে তিন তিনটে ভিডিও ঝড় তুলেছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Shah Rukh Khan, Social media viral, Super hit Video