corona virus btn
corona virus btn
Loading

প্রভুদেবার সুপারহিট ছবির গানে সঙ্গে রাস্তায় কাঁপানো নাচ ব্যক্তির, মুহূর্তেই ভাইরাল

প্রভুদেবার সুপারহিট ছবির গানে সঙ্গে রাস্তায় কাঁপানো নাচ ব্যক্তির, মুহূর্তেই ভাইরাল

১৯৯০ সালের পরবর্তী সময়ের সুপরাহিট ছবির অন্যতম সুপারহিট গান ৷

  • Share this:

বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র ৷ সময়ের সঙ্গে সঙ্গে শরীরের বয়স বাড়ি ৷ কিন্তু মনের বয়স একই থেকে যায় ৷ যেমন ভাবে একের পিঠে আট অর্থাৎ আঠারো এই সংখ্যার শরীরের বয়স থাকে মাত্র এক বছরের জন্য ৷ বছর ঘুরতে না ঘুরতেই সেই শরীরের বয়স বেড়ে যায় নিজের গতিতে ৷ তবে সারাটা জীবন মনের বয়স আটারো তাকতেই পারে, রাখা যেতেই পারে ৷

তবে জীবনের চড়াই উতরাইয়ে দাঁড়িয়ে প্রত্যেকেই মনের বয়স কতখানি আঠারো ধরে রাখতে পারেন সেটিই সব থেকে বড় বিষয় ৷ মনই হল আজ রাজা ৷ মনের উপরেই নির্ভর করে কে কীভাবে জীবনে বাঁচবে ৷ আনন্দ করে বাঁচাটাই প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য, জীবনের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি আনন্দ করে বাঁচা ৷ হাজার দুঃখতেও আনন্দ যদি করার অভ্যাস থাকে তবে চরমতম দুঃখ পেলেও সেই দুঃখ থেকে সহজেই বেরিয়ে আসা যায় ৷

একটি ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে একজন মানুষ রাস্তায় নাচছেন সুপারহিট গানের সঙ্গে ৷ ন'য়ের দশকের সেই জনপ্রিয় গানে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছবির নাম হাম সে হ্যায় মোকাবিলা ৷ প্রভুদেবার দুরন্ত নাচের ছবি বিশেষ ও বিশেষত গানটি সবারই মন কেড়েছিল ৷ সেই গানের সঙ্গে নেচে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

Published by: Arjun Neogi
First published: January 27, 2020, 1:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर