কুমার শানু ও লতা মঙ্গেশকরের সুপারহিট হিন্দি গানে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়ে নৌকায় বড় বিপত্তি

Last Updated:

বাকিটা দেখেই নিন ভিডিওতে

ভারতীয় সিনেমা তোলপাড় করেছে এই গানটি ৷ সিনেমার ইতিহাসে এক নতুন মাইল ফলকের জন্ম দিয়েছে ৷ ছবির নাম দিল ওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে ৷ এক কথায় এই অনবদ্য ছবির প্রতিটি গানই এক বিরাট প্রভাব ফেলেছে ৷ রাজ ও সিমরনের প্রেম কাহিনি গল্পের প্রধান বিষয়বস্তু ৷ রাজ ও সিমরন কলেজের শিক্ষামূলক ভ্রমণে ইউরোপে গিয়েছিলেন ৷ সেই খানেই লড়তে লড়তে না করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায় ৷ কিন্তু সিমরন বাড়ি ফিরে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন ৷ তাঁর শূন্য মনের রাজের পূর্ণতাই সিমরনকে পুরনো অবস্থান থেকে সরে যেতে বাধ্য করে ৷
ফলে দেশে ফিরে নিজেদের প্রমকে প্রতিষ্ঠিত করতে হাজার কঠিন পরিস্থিতির সম্মখীন হতে হয় সিমরন ও রাজকে ৷ এরপরে সিমরনের বাবা অর্থাৎ বলদেব সিং রাজ ও সিমরনের এক চার হাত এক করার অনুমতি দেন ৷ তিনি মেনেছেন রাজ থেকে ভাল সিমরনকে আর কেউই বাসতে পারবেনা ৷ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, ওমরেশ পুরী, ফরিদা জালাল, অনুপম খের, মন্দিরা বেদী প্রমুখ ৷ ১৯ অক্টোবর ১৯৯৫ সালে ছবিটি মুক্তি পেয়েছিল ৷ যতীন-ললিতের সুরে কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অলকা ইয়াগনিকের কন্ঠে দুর্দান্ত গানগুলি আজও সবাইকে পাগল করে তোলে ৷
advertisement
advertisement
২৫ বছর পরেও সমান জনপ্রিয় গানে সবাই অত্যন্ত পরিমাণে আকৃষ্ট ৷ বিশেষত কুমার শানু ও লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া গান তুঝে দেখা তো ইয়ে জানা সনম ৷ গানটিতে আজকের যুবকও ভিডিও শ্যুট করেন ৷ তবে কুমার শানু ও লতা মঙ্গেশকরের সুপারহিট হিন্দি গানে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়ে বড় বিপত্তি যুবকের ৷ পাশে তাকা এক বন্ধু ঠেলে জলে ফেলে দিয়েছেন তাঁকে ৷ বাকি অংশটুকু দেখে নিন ভিডিওতে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কুমার শানু ও লতা মঙ্গেশকরের সুপারহিট হিন্দি গানে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়ে নৌকায় বড় বিপত্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement