Home /News /life-style /
কুমার শানু ও লতা মঙ্গেশকরের সুপারহিট হিন্দি গানে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়ে নৌকায় বড় বিপত্তি

কুমার শানু ও লতা মঙ্গেশকরের সুপারহিট হিন্দি গানে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়ে নৌকায় বড় বিপত্তি

বাকিটা দেখেই নিন ভিডিওতে

 • Share this:

  ভারতীয় সিনেমা তোলপাড় করেছে এই গানটি ৷ সিনেমার ইতিহাসে এক নতুন মাইল ফলকের জন্ম দিয়েছে ৷ ছবির নাম দিল ওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে ৷ এক কথায় এই অনবদ্য ছবির প্রতিটি গানই এক বিরাট প্রভাব ফেলেছে ৷ রাজ ও সিমরনের প্রেম কাহিনি গল্পের প্রধান বিষয়বস্তু ৷ রাজ ও সিমরন কলেজের শিক্ষামূলক ভ্রমণে ইউরোপে গিয়েছিলেন ৷ সেই খানেই লড়তে লড়তে না করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায় ৷ কিন্তু সিমরন বাড়ি ফিরে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন ৷ তাঁর শূন্য মনের রাজের পূর্ণতাই সিমরনকে পুরনো অবস্থান থেকে সরে যেতে বাধ্য করে ৷

  ফলে দেশে ফিরে নিজেদের প্রমকে প্রতিষ্ঠিত করতে হাজার কঠিন পরিস্থিতির সম্মখীন হতে হয় সিমরন ও রাজকে ৷ এরপরে সিমরনের বাবা অর্থাৎ বলদেব সিং রাজ ও সিমরনের এক চার হাত এক করার অনুমতি দেন ৷ তিনি মেনেছেন রাজ থেকে ভাল সিমরনকে আর কেউই বাসতে পারবেনা ৷ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, ওমরেশ পুরী, ফরিদা জালাল, অনুপম খের, মন্দিরা বেদী প্রমুখ ৷ ১৯ অক্টোবর ১৯৯৫ সালে ছবিটি মুক্তি পেয়েছিল ৷ যতীন-ললিতের সুরে কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অলকা ইয়াগনিকের কন্ঠে দুর্দান্ত গানগুলি আজও সবাইকে পাগল করে তোলে ৷

  ২৫ বছর পরেও সমান জনপ্রিয় গানে সবাই অত্যন্ত পরিমাণে আকৃষ্ট ৷ বিশেষত কুমার শানু ও লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া গান তুঝে দেখা তো ইয়ে জানা সনম ৷ গানটিতে আজকের যুবকও ভিডিও শ্যুট করেন ৷ তবে কুমার শানু ও লতা মঙ্গেশকরের সুপারহিট হিন্দি গানে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়ে বড় বিপত্তি যুবকের ৷ পাশে তাকা এক বন্ধু ঠেলে জলে ফেলে দিয়েছেন তাঁকে ৷ বাকি অংশটুকু দেখে নিন ভিডিওতে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: DDLJ, Dilwale Dulhaniya Le Jayenge, Kumar Sanu

  পরবর্তী খবর