corona virus btn
corona virus btn
Loading

সামাজিক প্রতিবাদের আড়ালে অন্য প্রিয়া মান্না, এক বছর আগের বাঁসর ঘরের সেই ভাইরাল ভিডিও

সামাজিক প্রতিবাদের আড়ালে অন্য প্রিয়া মান্না, এক বছর আগের বাঁসর ঘরের সেই ভাইরাল ভিডিও

স্রোতের উল্টোদিকে গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন তিনি

  • Share this:

#বেগমপুর: গত বছরে আজকের দিনে বিয়ে হয়েছিল প্রিয়া ও অভিজিতের বিয়ের পরের দিনই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সামাজিক ও প্রচলিত প্রথার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন প্রিয়া মান্না ৷ বলেছিলেন বাবা-মায়ের ঋণ কখনও শোধ করা যায়না সেই নিয়েই আলোড়ন হয়েছিল গোটা সমাজ জীবনে ৷ সময় বদলের সঙ্গে সঙ্গে বদলেছে চিন্তাধারাও ৷ স্রোতের ঠিক উল্টোদিকে বিচরণ করে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ৷

কনকাঞ্জলির পর না কেঁদে মা-বাবাকে বলেছিলেন আমি চললাম এক সপ্তাহ পরে আবার আসব ৷ সেই ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ সেই বিয়েরই এক বছর আরও বিশদে বললে বলা যায় সম্পন্ন হল সফল এক বছরের ৷

আরও সারাটা জীবন এই ভাবেই প্রিয়া মান্না পাল ও অভিজিৎ পাল সুন্দর জীবন যাপন করুন এই আশাই রইল ৷ এক বছর আগের একটি ভিডিও যেখানে বাঁসর ঘরে প্রিয়া ভিডিও শ্যুট করেছিলেন ৷ সেখানেই বাঁসর ঘরে প্রিয়া ও অভিজিৎ আর কেউ নেই ৷ এক বছর আগের ভিডিও দেখে নিন আরও একবার ৷ সবশেষে প্রিয়া ও অবিজের জন্য রইল অনেক শুভেচ্ছা ৷

First published: January 27, 2020, 10:27 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर