Cotton Candy Dangerous for Health: শিশুদের পছন্দের মিষ্টিতেই অশনি সংকেত! কটন ক্যান্ডি থেকেই শরীরে বিষক্রিয়া, নিষিদ্ধ হল বুড়ির চুল
- Published by:Teesta Barman
- Written by:Onkar Sarkar
Last Updated:
Cotton Candy Dangerous for Health: মেলা থেকে আরম্ভ করে শপিং মলে তুমুল জনপ্রিয়তা সঙ্গে বিক্রি হওয়া এই কটন ক্যান্ডি যে শরীরের জন্য ক্ষতিকারক, এতদিন তা কেউই জানত না!
কলকাতা: মুখে দেওয়া মাত্রই মুহূর্তে মিলিয়ে যায় মিষ্টি সুস্বাদু এই খাবার। শিশু থেকে কিশোর-কিশোরী তো বটেই, পুরনো স্মৃতিকে তাজা করতে কখনও কখনও বড়রাও সুস্বাদু এই খাবার খান। গ্রামেগঞ্জে নানা রঙের এই সুস্বাদু খাবারকে চলতি কথায় বলে বুড়ির চুল বা হাওয়াই মিঠাই। শহুরে শিশু, কিশোরকিশোরীদের কাছে সেটাই কটন ক্যান্ডি। মেলা থেকে আরম্ভ করে শপিং মলে তুমুল জনপ্রিয়তা সঙ্গে বিক্রি হওয়া এই কটন ক্যান্ডি যে শরীরের জন্য ক্ষতিকারক, এতদিন তা কেউই জানত না!
জানা গেল সম্প্রতি, যখন এই বুড়ির চুল বা কটন ক্যান্ডিকে নিষিদ্ধ ঘোষণা করল পুদুচেরি সরকার। পুদুচেরি সরকারের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মানব শরীরে বিষক্রিয়া ঘটাতে সক্ষম ‘রোডামাইন- বি’ নামক এক রাসায়নিক উপস্থিত থাকার কারণে ব্যান করা হল কটন ক্যান্ডি। এই বিষয়ে সতর্ক করে দেশের প্রায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠিও পাঠিয়েছে পুদুচেরি সরকার।
advertisement
advertisement
পুদুচেরির গভর্নর জেনারেল তামিলিসাই সৌন্দর্যরাজন সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই কটন ক্যান্ডি ব্যানের কথা জানান। তিনি উল্লেখ করেন, অভিভাবক অভিভাবকরা যেন শিশুদের এই কটন ক্যান্ডি না কিনে দেন। কারণ ফুড সেফটি অফিসাররা এই খাবারে আপত্তিকর বিষাক্ত রাসায়নিকের উপস্থিত থাকার প্রমাণ পেয়েছেন। যদিও পুদুচেরি সরকারের খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে গলদটা কটন ক্যান্ডিতে নয়, বরং তাতে মিশে থাকা গোলাপি রঙে! আর সেই রঙেই থাকে বিষাক্ত রাসায়নিক রোডামাইন-বি! এছাড়া কটন ক্যান্ডি দেখতে খানিক ধূসর লাগে, যে কারণে শিশুদের চোখ আকর্ষণ করে না! সম্প্রতি তামিনাড়ু রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরও কটন ক্যান্ডিতে মানব শরীরে ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান পেয়েছে বলে সতর্ক করেছে।
advertisement
যদিও এরাজ্যে এখনও কটন ক্যান্ডি বা বুড়ির চুল সম্পর্কে সতর্ক করা হয়নি। রাজ্যের ফুড সেফটি দফতরের এক আধিকারিক জানান, পুদুচেরি সরকার যখন সতর্ক করেছে তখন বিষয়টি খতিয়ে দেখা হবে গুরুত্বের সঙ্গে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 7:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cotton Candy Dangerous for Health: শিশুদের পছন্দের মিষ্টিতেই অশনি সংকেত! কটন ক্যান্ডি থেকেই শরীরে বিষক্রিয়া, নিষিদ্ধ হল বুড়ির চুল