#নাগপুর: নভেম্বর মাসেই রাতারাতি ভাইরাল হয়েছিল নাগপুরের বাসিন্দা, একরত্তি খুদে অনুশ্রুত! কারণ? তার চুল কাটার ভিডিও! চুল কাটতে গিয়ে ছোট্টটির নানা কীর্তিকলাপে হেসে খুন নেটিজেনরা! অনুশ্রুতের বাবা অনুপ পেটকারের পোস্ট করা সেই ভিডিওর লক্ষ লক্ষ ভিউ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফের ভাইরাল নাগপুরের অনুশ্রুত, আর চুল কাটতে গিয়েই! অনুশ্রুতের চুল কাটার নতুন ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল ধরার জো! মুখ ফুলিয়ে বসে আছে বেচারা! কিন্তু নাপিতের সঙ্গে অনর্গল কথার ফুলঝুড়ি থেমে নেই...এবারও তার বিন্দুমাত্র ইচ্ছে নেই চুল কাটার! শুরুতেই জানিয়ে দিল, '' ভাল লাগছে না'! নাপিতকে বলে কিনা, '' তোমার কাছে নোখ আছে? আমি তোমায় নোখ ফুটিয়ে দেব!'' শেষে যখন নাপিত বলেন, মাথার কাছে আর একটু চুল কাটা বাকি, তখন তার আতঙ্কিত উত্তর, '' টাকলু হয়ে যাব!''
কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ দেড় হাজার পেরিয়েছে! স্থানীয় সংবাদমাধ্যমেও দেখানো হয় অনুশ্রুতের চুল কাটার মজার ভিডিও।My baby Anushrut Haircut is Back - 2.1 Youtube link -https://t.co/O9pqySHVFH#areyaarmatkarooo...#haircut #angry#funny #origanal #socialmedia #treanding #kidhaircut #ViralVideos #viralvideo2021 @viralbhayani77 @RichaChadha @divyadutta25@aajtak @ZeeNews @Rjabhineet935 pic.twitter.com/3byNxC8t0T
— Anup (@Anup20992699) January 22, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video