Taking Shower in Winter: শীতে স্নান করতে ভাল লাগে না? এর ফলে কী হয় জানেন? রইল ডাক্তারের মত

Last Updated:

Taking Shower in Winter: শীতকাল এলেই খসখসে হয়ে যায় ত্বক।দেখা যায় নানা ধরনের ইনফেকশন

+
অনেকের

অনেকের প্রবণতা থাকে শীতে স্নান না করার

অনন্যা দে, আলিপুরদুয়ার: শীতকাল মানেই রঙিন কুয়াশামাখা ভোর,গরম চায়ের চুমুক থেকে শুরু নানা ধরনের রঙিন ফুলের দেখা মেলে এই সময়। কিন্তু এই শীতের একটি মারাত্মক সমস‍্যা দেখা যায় ত্বকে। রুক্ষ ত্বক জেল্লা হারিয়ে ফেলে শীতে।যার ফলে মন কেমন করে কমবেশি সকলেরই। শীতকাল এলেই খসখসে হয়ে যায় ত্বক।দেখা যায় নানা ধরনের ইনফেকশন। সর্দি,কাশির সমস‍্যা তো রয়েছে।পাশাপাশি ত্বকের সমস‍্যা নিয়ে চিকিৎসকের কাছে ছুটতে হয় রোগীদের । শীতে নানা ব‍্যাকটেরিয়ার উপদ্রব বাড়ে।যারফলে অনেক সময় ত্বকে চুলকানি,ঘা দেখা যায়।
ত্বকের রুক্ষতা দুর করতে কী কী করণীয়? সে বিষয়ে আলোচনা করলেন বিশিষ্ট চিকিৎসক সুভাষ কর্মকার। শীতকালে নানা উৎসব অনুষ্ঠান হয়েই থাকে। পাশাপাশি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে এদিক ওদিক ছুটে যান অনেকেই। তার পরই দেখা যায় ত্বকের নানা সমস‍্যা। চিকিৎসক সুভাষ কর্মকার জানান, “শীতকালে ত্বকের সমস‍্যা হয় শরীরে। সাবান,জল না দেওয়ার ফলে এই অসুবিধে হয়।অনেকের প্রবণতা থাকে শীতে স্নান না করার। যারফলে শরীরে ময়লা জমে ইনফেকশন দেখা দেয়। শরীরে ঘা দেখা যায়। যা সিরোসিস নামে পরিচিত। এসব থেকে দূরে থাকতে চিকিৎসকের পরামর্শে মলম এবং নারকেল তেল ব‍্যবহার করতে হবে।”
advertisement
advertisement
প্রকৃতিতে শুষ্কতা লক্ষ করা যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন বডি ওয়েলের তুলনায় নারকেল তেল শরীরে মাখলে ভাল বলে জানান চিকিৎসক। পাশাপাশি অ‍্যালোভেরা গাছ থাকলে তার রস শরীরে মাখা কার্যকর।পরিষ্কার জামাকাপড় পরারও নিদান দিচ্ছেন চিকিৎসকরা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Taking Shower in Winter: শীতে স্নান করতে ভাল লাগে না? এর ফলে কী হয় জানেন? রইল ডাক্তারের মত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement