Taki Puber Bari: টাকিতে সারা বছরের জন্য খুলে দেওয়া হল 'পুবেরবাড়ি'! সস্তায় রাজার মতো থাকুন!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Taki Puber Bari: ৩০০ বছরের প্রাচীন এই বাড়িতে গেলেই মন ভরে যাবে! টাকিতে পর্যটকদের নতুন বেড়ানোর জায়গা এই বাড়ি! জানুন বিস্তারিত
উত্তর ২৪ পরগনা : টাকির পুবের বাড়ি নতুন সাজে সেজে উঠল। এখন থেকে সারা বছরের থাকবে জন্য উন্মুক্ত। শীতের সময় দু একটা দিন কলকাতার কাছে পিঠে ঘুরতে কে না চায়। মহানগর কলকাতার পাশেই ভ্রমণের অন্যতম জায়গা ভারত বাংলাদেশ সীমান্ত শহর টাকি। শীত পড়তে টাকিতে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় করেন। হেরিটেজ তকমা পাওয়া পুবের বাড়ি নতুন সংযোজন টাকির পর্যটন কেন্দ্র।
রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবে অন্যদিকে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তাল পাকার পাখা, আর টাকির গামছা বিভিন্ন হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। রাজবাড়ির পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন টাকির পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পুবের রাজবাড়ির পুবের হাটে। যেখানে সমস্ত পর্যটকরা এক এবং দুদিনের জন্য যেতে পারবেন! ভ্রমণপিপাসু মানুষের জন্য নতুন পর্যটনের দিক খুলে গেল।
advertisement
advertisement
৩০০ বছরের প্রাচীন এই বাড়িতে দালান কোটায় ভাস্কর্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ দুই বাংলার ইছামতির পারে টাকি পর্যটনের পাশাপাশি ইছামতি নদীতে নৌকা বিহার মিনি সুন্দরবন বরাবরই ভ্রমণপিপাসু মানুষের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে। এখানে আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে টাকি স্টেশন ৭২ কিলোমিটার, ধর্মতলা থেকে টাকি থুবার মোড় পর্যন্ত বাস রুটে ৭৬ কিলোমিটার তারপর পাঁচ মিনিটে টোটোয় চেপে টাকি পর্যটন কেন্দ্র। সব মিলিয়ে উত্তর ২৪ পরগনা জেলার তথা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র টাকিতে পর্যটনের নতুন মাত্রা পেল তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
জুলফিকার মোল্লা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 5:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Taki Puber Bari: টাকিতে সারা বছরের জন্য খুলে দেওয়া হল 'পুবেরবাড়ি'! সস্তায় রাজার মতো থাকুন!