Sutan Forest: বর্ষায় ঘুরতে যাওয়ার প্ল্যান! বাঁকুড়ার এই জঙ্গলের ঠিকানা অনেকেই জানে না, নাগরিক সভ্যতা থেকে দূরে, প্রকৃতির অমূল্য সৃষ্টি 'সুতান'

Last Updated:

Sutan Forest: অনেক হল দিঘা, দার্জিলিং! এবার ঘুরে আসুন এই সাইলেন্ট জঙ্গলে, দিনে অ্যাডভেঞ্চার, রাত হলেই..

+
সুতান

সুতান ফরেস্ট

বাঁকুড়া: জঙ্গলের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা! জেলা বিভিন্ন প্রান্তে রয়েছে ছোটোখাটো জঙ্গল! বিষ্ণুপুরের জয়পুর থেকে শুরু করে, বেলিয়াতোড়, সোনামুখী এবং সুতান! বাঁকুড়া জঙ্গল সব সময় নিস্তব্ধ, এবং সভ্যতা থেকে বেশ খানিকটা দূরে। চাইলে এই জঙ্গলগুলি থেকে ঘুরে আসতে পারেন আসন্ন বর্ষায়। বাঁকুড়ার এমন একটা জায়গা যেখানে শুকনো পাতার আওয়াজ শোনা যায় কান পাতলে। মনে হবে শহরের গজগজানি থেকে কত দূরে চলে এসেছেন। শহরের সভ্যতা এই জায়গায় প্রবেশ করতে পারে না। নিস্তব্ধ জঙ্গলে পোকামাকড়, পাখি এবং শুকনো পাতার আওয়াজটাই যেন একটা উইন্ড চাইম এর মতো কাজ করে। মুকুটমণিপুর থেকে ৩২ কিলোমিটার দূরে সুতান ফরেস্ট।
ঝাড়খণ্ডের দলমার প্রসারিত অংশ এই সুতান। অনন্ত সবুজ – শাল, পলাশ, মহুয়া, ও আরও কত নাম না জানা গাছে ঢাকা এ অরণ্য। দিগন্তে সবুজ বনে ঢাকা পাহাড়ের সারি, তার মাঝে অস্পষ্ট চোখে পড়ে কুমারী নদী।
আরও পড়ুন: পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর বাঁকুড়ার ‘এই’ গ্রামের ইতিহাস চমকপ্রদ! সপ্তাহান্তে ঘুরে আসুন
এখান থেকে মুকুটমণিপুর কিংবা ঝিলিমিলিও ঘুরে আসতে পারেন চাইলে। কাছেই কংসাবতী আর কুমারী নদী। বাস কিংবা ট্রেনে প্রথমে মুকুটমণিপুর পৌঁছে যান। সেখান থেকে গাড়িতে ৩২ কিমি পথ পাড়ি দিলেই সুতান ফরেস্ট। ঝিলিমিলি অথবা রানিবাঁধ হয়েও যেতে পারেন।
advertisement
advertisement
রাস্তায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। মাঝে মাঝেই চোখে পড়বে মাওবাদী হানায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির অংশবিশেষ। রয়েছে একাধিক ওয়াচ টাওয়ার যেগুলি থেকে দেখতে পাবেন সমগ্র জঙ্গলটা। বন দফতরের তরফ থেকে করে দেওয়া হয়েছে কিছু কটেজ। পর্যটকেরা রাতে আটকে গেলে থাকতে পারেন এখানে।
আরও পড়ুন: হাতে দু’দিনের ছুটি? কংসাবতীতে নৌকাবিহার আর সূর্যাস্ত—বর্ষায় ছুটির ঠিকানা হোক মুকুটমণিপুর
ব্যাস আর কী! পিঠে একটা ব্যাগ, পায়ে ট্র্যাকিং জুতো আর সঙ্গে একটা জলের বোতল নিয়ে বেরিয়ে পড়ুন বাঁকুড়ার এই নিশ্চুপ নিঝুম জঙ্গল ঘুরে দেখতে। তবে সাবধান দিনের আলোয় যত খুশি অ্যাডভেঞ্চার করুন কিন্তু সন্ধ্যে নামার আগে চলে আসুন নিরাপদ আশ্রয়ে। ২০২৫ সালে দাঁড়িয়েও ভাবতে অবাক লাগে আজও রয়েছে সভ্যতা থেকে অনেক দূরের এই সাইলেন্ট জঙ্গল। যা অপেক্ষা করছে বর্ষায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sutan Forest: বর্ষায় ঘুরতে যাওয়ার প্ল্যান! বাঁকুড়ার এই জঙ্গলের ঠিকানা অনেকেই জানে না, নাগরিক সভ্যতা থেকে দূরে, প্রকৃতির অমূল্য সৃষ্টি 'সুতান'
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement