Twice Pregnancy in a Month: অবিশ্বাস্য! একই মাসে দু’বার অন্তঃসত্ত্বা হন তরুণী! একইসঙ্গে ভূমিষ্ঠ ‘২৮ দিনের ছোটবড় যমজ সন্তান’
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Twice Pregnancy in a Month: সোফিও জানলেন তিনি বিরল ঘটনার সাক্ষী৷ ২৮ দিনের ব্যবধানে তাঁর দুবার গর্ভসঞ্চার হয়েছে৷
মার্কিন তরুণী সোফি স্মল জানতেন তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন৷ চিকিৎসকরাও জানতেন সেরকমই৷ কিন্তু বিস্ময়ের ঘোর কাটল সদ্যোজাতরা ভূমিষ্ঠ হওয়ার পর৷ তারা একসঙ্গে ভূমিষ্ঠ হয়েছে ঠিকই৷ কিন্তু মায়ের গর্ভে তাদের জন্ম একসঙ্গে নয়৷ বরং ২৮ দিনের ব্যবধানে৷ সোফিও জানলেন তিনি বিরল ঘটনার সাক্ষী৷ ২৮ দিনের ব্যবধানে তাঁর দুবার গর্ভসঞ্চার হয়েছে৷ অবশেষে ২০২০ সালের অগাস্টে দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি৷ দুই শিশুর নাম রেখেছিলেন হোলি এবং ডার্সি৷
দুই সদ্যোজাতর ওজনে আকাশপাতাল পার্থক্য থাকায় ধাত্রীরা প্রথমে সন্দেহ করেন৷ ডার্সির ওজন ছিল ৪ পাউন্ড ২ আউন্স৷ সেখানে হোলি ছিল মাত্র ৬ পাউন্ড ১ আউন্সের৷ সাধারণত যমজ সন্তানের ক্ষেত্রে এত ওজনের পার্থক্য হয় না৷ এর পর চিকিৎসকরা জানান সোফির মাতৃত্বের পিছনে আছে ‘সুপারফেটেশন’৷ চিকিৎসার পরিভাষায় এই সুপারফেটেশন তাকেই বলা হয় যখন প্রথম গর্ভধারণের অল্প কিছু দিন পরই দ্বিতীয় বার গর্ভসঞ্চার হয়৷ আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের তরফে জানানো হয়েছে সুপারফেটেশন এতই বিরল, এখনও পর্যন্ত পৃথিবীতে মাত্র ১০ টি নিশ্চিত এই ঘটনা নথিবদ্ধ হয়েছে৷
advertisement
advertisement
কিন্তু এই বিরল ঘটনাই বা হয় কেন? সে কথাও জানিয়েছেন চিকিৎসকরাও৷ তাঁদের কথায়, অন্তঃসত্ত্বা অবস্থায় শরীর নানা হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায়৷ তার ফলে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়া কার্যত অসম্ভব৷ কারণ ইউটেরাসে ইতিমধ্যেই একটি ভ্রূণ বেড়ে উঠছে৷ কিন্তু নিয়মের ব্যতিক্রমও হয়৷ গর্ভধারণের পরও যদি কোনও মহিলার শরীরে ডিম্বাণু সঞ্চারিত হয় বা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যদি কোনও মহিলার দেহে দু’টি জরায়ু থাকে তাহলে সুপারফেটেশন প্রেগন্যান্সি হতে পারে৷
advertisement
আরও পড়ুন : দাঁত দিয়ে নখ কাটেন? দেখুন এই বদঅভ্যাস অজান্তেই কী সর্বনাশ করছে আপনার
চিকিৎসকদের মত, সোফির ক্ষেত্রেও সেরকমই কিছু হয়েছে৷ সুপারফেটেশন প্রেগন্যান্সিতে ঝুঁকি থাকলেও সোফি নির্বিঘ্নেই দুই মেয়ের জন্ম দিয়েছেন৷ এখন তারা ৩ বছরের খুদে শিশু৷ দিব্যি বড় হচ্ছে মায়ের কোলেপিঠে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 3:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Twice Pregnancy in a Month: অবিশ্বাস্য! একই মাসে দু’বার অন্তঃসত্ত্বা হন তরুণী! একইসঙ্গে ভূমিষ্ঠ ‘২৮ দিনের ছোটবড় যমজ সন্তান’