Twice Pregnancy in a Month: অবিশ্বাস্য! একই মাসে দু’বার অন্তঃসত্ত্বা হন তরুণী! একইসঙ্গে ভূমিষ্ঠ ‘২৮ দিনের ছোটবড় যমজ সন্তান’

Last Updated:

Twice Pregnancy in a Month: সোফিও জানলেন তিনি বিরল ঘটনার সাক্ষী৷ ২৮ দিনের ব্যবধানে তাঁর দুবার গর্ভসঞ্চার হয়েছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মার্কিন তরুণী সোফি স্মল জানতেন তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন৷ চিকিৎসকরাও জানতেন সেরকমই৷ কিন্তু বিস্ময়ের ঘোর কাটল সদ্যোজাতরা ভূমিষ্ঠ হওয়ার পর৷ তারা একসঙ্গে ভূমিষ্ঠ হয়েছে ঠিকই৷ কিন্তু মায়ের গর্ভে তাদের জন্ম একসঙ্গে নয়৷ বরং ২৮ দিনের ব্যবধানে৷ সোফিও জানলেন তিনি বিরল ঘটনার সাক্ষী৷ ২৮ দিনের ব্যবধানে তাঁর দুবার গর্ভসঞ্চার হয়েছে৷ অবশেষে ২০২০ সালের অগাস্টে দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি৷ দুই শিশুর নাম রেখেছিলেন হোলি এবং ডার্সি৷
দুই সদ্যোজাতর ওজনে আকাশপাতাল পার্থক্য থাকায় ধাত্রীরা প্রথমে সন্দেহ করেন৷ ডার্সির ওজন ছিল ৪ পাউন্ড ২ আউন্স৷ সেখানে হোলি ছিল মাত্র ৬ পাউন্ড ১ আউন্সের৷ সাধারণত যমজ সন্তানের ক্ষেত্রে এত ওজনের পার্থক্য হয় না৷ এর পর চিকিৎসকরা জানান সোফির মাতৃত্বের পিছনে আছে ‘সুপারফেটেশন’৷ চিকিৎসার পরিভাষায় এই সুপারফেটেশন তাকেই বলা হয় যখন প্রথম গর্ভধারণের অল্প কিছু দিন পরই দ্বিতীয় বার গর্ভসঞ্চার হয়৷ আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের তরফে জানানো হয়েছে সুপারফেটেশন এতই বিরল, এখনও পর্যন্ত পৃথিবীতে মাত্র ১০ টি নিশ্চিত এই ঘটনা নথিবদ্ধ হয়েছে৷
advertisement
advertisement
কিন্তু এই বিরল ঘটনাই বা হয় কেন? সে কথাও জানিয়েছেন চিকিৎসকরাও৷ তাঁদের কথায়, অন্তঃসত্ত্বা অবস্থায় শরীর নানা হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায়৷ তার ফলে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়া কার্যত অসম্ভব৷ কারণ ইউটেরাসে ইতিমধ্যেই একটি ভ্রূণ বেড়ে উঠছে৷ কিন্তু নিয়মের ব্যতিক্রমও হয়৷ গর্ভধারণের পরও যদি কোনও মহিলার শরীরে ডিম্বাণু সঞ্চারিত হয় বা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যদি কোনও মহিলার দেহে দু’টি জরায়ু থাকে তাহলে সুপারফেটেশন প্রেগন্যান্সি হতে পারে৷
advertisement
আরও পড়ুন :  দাঁত দিয়ে নখ কাটেন? দেখুন এই বদঅভ্যাস অজান্তেই কী সর্বনাশ করছে আপনার
চিকিৎসকদের মত, সোফির ক্ষেত্রেও সেরকমই কিছু হয়েছে৷ সুপারফেটেশন প্রেগন্যান্সিতে ঝুঁকি থাকলেও সোফি নির্বিঘ্নেই দুই মেয়ের জন্ম দিয়েছেন৷ এখন তারা ৩ বছরের খুদে শিশু৷ দিব্যি বড় হচ্ছে মায়ের কোলেপিঠে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Twice Pregnancy in a Month: অবিশ্বাস্য! একই মাসে দু’বার অন্তঃসত্ত্বা হন তরুণী! একইসঙ্গে ভূমিষ্ঠ ‘২৮ দিনের ছোটবড় যমজ সন্তান’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement