Summer Tips: গরমে মেক-আপ করেও দিব্যি হয়ে ওঠা যায় বোল্ড এবং স্টাইলিশ, রইল নজরকাড়া লুকের টিপস!
- Published by:Arjun Neogi
Last Updated:
Summer Tips: গ্রীষ্মকালীন মেক-আপের কিছু উপায় রয়েছে, যা মেনে চললে বোল্ড লুকে অনুষ্ঠানের মধ্যমণিও হয়ে ওঠা সম্ভব।
#নয়াদিল্লি: তাপমাত্রার পারদ প্রায় চল্লিশ ছুঁইছুঁই। আর বেলা বাড়লেই বইছে লু। তবে গরম বলে তো বাড়িতে বসে থাকা যায় না, কাজ থাকলে বেরোতেই হবে। তার উপর গরমে বিয়েবাড়ি অথবা অনুষ্ঠানবাড়ির নিমন্ত্রণ তো থাকেই। আর কোথাও যেতে গেলে অল্পবিস্তর সাজতেই হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে, গরমে সকলেরই ঘেমেনেয়ে একসা দশা হয়! ফলে মেকআপ করলে সেটাও গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে গ্রীষ্মকালীন মেক-আপের কিছু উপায় রয়েছে, যা মেনে চললে বোল্ড লুকে অনুষ্ঠানের মধ্যমণিও হয়ে ওঠা সম্ভব। জেনে নেওয়া যাক, সেই কৌশল।
আরও পড়ুন: Face Beauty Tips: দাগ ছোপহীন মুখ স্বপ্ন! Salt Water ব্যবহার করলেই মন্ত্রের মত ধপধপে চেহারা পাবেন আপনি
সানকিসড স্কিন এবং ক্যাট উইং:
আজকাল আমরা নিজেদের সানকিসড লুক অনেক সময়েই সেলফি-বন্দি করে থাকি। আর গরমের মেক-আপের জন্যও সানকিসড লুক একেবারে আদর্শ। এই লুক আনতে গেলে তাই বেছে নেওয়া যেতে পারে ওয়ার্ম বা উষ্ণ টোনের কোনও ব্রোঞ্জার। গালে এই ব্রোঞ্জার লাগিয়ে তা ব্রাশের মাধ্যমে নাকের দিকে ভালো করে মিলিয়ে দিতে হবে। এই মেক-আপের সঙ্গে চোখে ক্যাট আই উইং মেক-আপ হলে তো কথাই নেই। তবে এই ধরনের স্টাইলের ক্ষেত্রে চোখের পাতার মাঝখান থেকে চোখের অল্প বাইরের অংশ পর্যন্ত আইলাইনার দিয়ে উইংয়ের স্টাইলে চোখ এঁকে নিতে হবে। এতে দারুণ বোল্ড লুক আসবে।
advertisement
advertisement
মনোটোন আইশ্যাডো:
দুই বা একাধিক রঙের আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে ব্যবহার করলে দেখতে দারুণ লাগে। তবে একটি মাত্র রঙের আইশ্যাডো লাগিয়ে সেটিকে চোখের পাতার উপরের অংশে ভালো করে ব্লেন্ড করলে অসাধারণ দেখাবে। সেক্ষেত্রে এই গ্রীষ্মে বোল্ড নিয়ন রঙ ব্যবহার করলে সকলের নজর কাড়া যাবে। যাঁরা আইশ্যাডো ভালো ভাবে ব্লেন্ড করতে পারেন না, তাঁরা চোখের মেক-আপের জন্য বোল্ড রঙের ম্যাট ক্রিমি আই পেনসিল ব্যবহার করতে পারেন।
advertisement
আরও পড়ুন: Weight Loss: খেয়ে যান হাত খুলে! ওজন বৃদ্ধির তোয়াক্কা না-করেই যত খুশি খাওয়া যেতে পারে এই সব খাবার!
ভ্রু-র কারসাজি এবং ডাবল উইং:
এই সময় ভ্রু আঁকতে হবে পালকের মতো স্টাইলে। আর তা যেন হয় নিখুঁত ভাবে বাঁকানো। এক্ষেত্রে ভ্রু-পল্লবে পালকের মতো লুক আনতে ব্রো-ওয়্যাক্স ব্যবহার করা যাতে পারে। এর সঙ্গে ডাবল উইং স্টাইলে আইলাইনার দিয়ে চোখ এঁকে নিতে হবে। বোল্ড লুক আনতে এক্ষেত্রে কালো লাইনার দিয়ে প্রথমে চোখ এঁকে নিয়ে তার উপরে বোল্ড রঙের আইলাইনার দিয়ে উইং এঁকে নেওয়া যেতে পারে। গ্রীষ্মের মরসুমে আবার ইলেকট্রিক পিঙ্ক, কমলা এবং ইলেকট্রিক ব্লু-র মতো শেডের আইলাইনার দারুণ মানাবে।
advertisement
বোল্ড বেরি লিপ:
উজ্জ্বল লালের থেকে ঠোঁটের থেকে এই গরমে আর কিছুই বোধহয় ভালো হতেই পারে না। এই গ্রীষ্মে সুন্দর করে আঁকা নিখুঁত ভ্রু-পল্লব এবং গাঢ় লাল ঠোঁট বেশ ফ্যাশনেবল লুক এনে দেবে। ভারতীয় স্কিন টোনের জন্য চেরি, প্লাম, লাইচি, পমেগ্র্যানেটের মতো লালের নানা শেড একেবারে আদর্শ।
advertisement
সানসেট আই-মেকআপ:
এই মরসুমের আরও একটি ট্রেন্ড হল সানসেট আই। এক্ষেত্রে চোখের পাতায় কপার এবং গোল্ড শেডের আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে কোমল কমলা এবং বাদামি রঙের ছোঁওয়া আনতে হবে। আর এর জন্য চোখের পাতায় একটি আই প্রাইমার এবং মেটালিক শ্যাডো ব্যবহার করতে হবে, যাতে দেখে যেন মনে হয়, চোখেই লেগে রয়েছে সূর্যাস্তের আভা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2022 8:33 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Tips: গরমে মেক-আপ করেও দিব্যি হয়ে ওঠা যায় বোল্ড এবং স্টাইলিশ, রইল নজরকাড়া লুকের টিপস!