Summer Skin Care Tips: গরমে ত্বকের অবস্থা কাহিল, ‘ত্বকের যত্ন নিন’ বিশেষজ্ঞদের টিপস মেনে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
এই গরমে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রাম প্রকাশ জানান যে এই ভয়াবহ তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।
উত্তরপ্রদেশ: গত সপ্তাহে উত্তরপ্রদেশের বস্তি জেলার তাপমাত্রা সবাইকে অবাক করেছে। গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে শেষ সপ্তাহের তাপমাত্রা। এপ্রিলের শেষ সপ্তাহে তাপপ্রবাহে নাজেহাল সমগ্র জেলার মানুষ। গরমের কারণে মানুষ বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। শরীরের ঘাম বসে এবং দীর্ঘক্ষণ গরমে থাকার কারণে ত্বকের বিভিন্ন সমস্যার দেখা দিচ্ছে।
আরও পড়ুনঃ মুহূর্তে শেষ হয়ে গেল ৪টি তরতাজা প্রাণ! মধ্যরাতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৮ জন
গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৪১ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৪১ ডিগ্রি সেলসিয়াস। গত সাত বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে এত তাপমাত্রা রেকর্ড করা হয়নি।
advertisement
advertisement
এই গরমে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রাম প্রকাশ জানান যে এই ভয়াবহ তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। বিশেষ করে চর্মরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওপিডিতে প্রতিদিন শতাধিক চর্মরোগে আক্রান্ত রোগী আসছেন। কড়া রোদে মানুষের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। মানুষের শরীরে লাল ফুসকুড়ি ও চুলকানি হচ্ছে। তিনি বলেন, ‘এগুলো থেকে বাঁচতে সুতির কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে রাখুন এবং ত্বককে সরাসরি সূর্যের সংস্পর্শে না আনার চেষ্টা করুন। বাড়ির বাইরে বেরতে হলে ছাতা, জল সঙ্গে নিয়ে যান। এই মৌসুমে ত্বকের যত্ন খুবই জরুরি।’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 8:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Skin Care Tips: গরমে ত্বকের অবস্থা কাহিল, ‘ত্বকের যত্ন নিন’ বিশেষজ্ঞদের টিপস মেনে