Success Story: জোম্যাটো এবং সুইগি-র ডেলিভারি বয় এখন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, ফের ভাইরাল এই যুবকের লড়াই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: এই তরুণ দেখিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রমের অঙ্গীকার থাকলে সাফল্য অধরা হয় না
শিক্ষাঙ্গনে কালো ছায়ার সর্বগ্রাসী দিনে ফের ভাইরাল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা শেখ আব্দুল সাত্তারের কথা। এই তরুণ দেখিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রমের অঙ্গীকার থাকলে সাফল্য অধরা হয় না। এক সময় জোম্যাটো এবং সুইগি-তে ডেলিভারি বয় হিসেবে কাজ করা আব্দুল এখন কর্মরত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।
পরিবারের আর্থিক সঙ্গতি দুর্বল হওয়ার কারণে আব্দুল জোম্যাটো, সুইগি এবং ওলা সংস্থায় কাজ করতেন ডেলিভারি এজেন্ট হিসেবে। কাজ করার সময়েই এক বন্ধুর পরামর্শে কোডিং-এর কোর্সে নাম নথিভুক্ত করেন। তখন রোজ সন্ধ্যা ৬ থেকে রাত ১২ পর্যন্ত তিনি চাকরি করতেন। দিনের বাকি সময়টা বরাদ্দ ছিল পড়াশোনা এবং অনুশীলনের জন্য।
advertisement
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমি দ্রুত পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আমার বাবা ঠিকাকর্মী। সংসারে আর্থিক অনটন লেগেই ছিল। প্রথম দিকে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে সঙ্কোচই হত। পরে কাজ করতে করতে সাবলীল হয়ে জড়তা কাটিয়ে উঠি। ডেলিভারি বয়ের চাকরিজীবন তাঁর জনসংযোগের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে বলেই ধারণা।
advertisement
ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তিনি কাজ করেছেন কিছু ছোটখাটো প্রজেক্টে। এর পর কোডিং দক্ষতার উপর ভর করে তিনি চাকরির জন্য আবেদন করতে থাকেন। অবশেষে চাকরি পান সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। নতুন চাকরির দৌলতে এখন তিনিই পরিবারের মূল আর্থিক ভরসা। সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল বলছে তিনি পেশাদার হিসেবে কাজ করতে পারেন জাভা স্ক্রিপ্ট, পাইথন, এসকিউএল-এর মতো সফ্টওয়্যার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 3:48 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: জোম্যাটো এবং সুইগি-র ডেলিভারি বয় এখন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, ফের ভাইরাল এই যুবকের লড়াই