Offbeat News: সন্ধ্যার জলখাবারে শিঙাড়া চাই-ই চাই! না পেলেই শিং নিয়ে তেড়ে আসে ‘অভিমানী ভোলা’

Last Updated:

Offbeat News: অবোলা ভোলার সবচেয়ে প্রিয় শিঙাড়া। নোনতা শিঙাড়া পেলেই ঘাড় নাড়িয়ে রীতিমতো আনন্দ করে সে। শুধু তাই নয়, ভোলাকে হাতে ধরে খাইয়ে দিতে হয় সন্তানের মত, নয়তো মুখে রোচে না খাবার।

+
ভোলা

ভোলা

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: সন্ধ্যা হলেই ঘড়ি ধরে দোকানে পৌঁছে যায় ভোলা। সন্ধ্যার টিফিন সারা না হওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকে দোকানের সামনেই। টিফিনে দিতে হয় পাউরুটি, মিষ্টি বা নোনতা জাতীয় কিছু। তবে অবোলা ভোলার সবচেয়ে প্রিয় শিঙাড়া। নোনতা শিঙাড়া পেলেই ঘাড় নাড়িয়ে রীতিমতো আনন্দ করে সে। শুধু তাই নয়, ভোলাকে হাতে ধরে খাইয়ে দিতে হয় সন্তানের মত, নয়তো মুখে রোচে না খাবার।
অশোকনগর ৮ নম্বর কালীবাড়ি মোড় সংলগ্ন এই ভোলাকে সকলে চেনেন এক নামে। চারপেয়ে লেজবিশিষ্ট এই ভোলা এক ষাঁড়। এখন এই এলাকার সকলেই ভোলাকে দেখেন আলাদা নজরে। এলাকার স্থানীয় এক মিষ্টির দোকানে সন্ধ্যায় নিয়ম করে আসে ভোলা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, মিষ্টি দেখে মাথা নাড়িয়ে। তবে কাউকে কোনও রকম বিন্দুমাত্র বিরক্ত করে না সে। যত ক্ষণ না মেলে সন্ধ্যার টিফিন, তত ক্ষণ নড়ে না দোকানের সামনে থেকে।
advertisement
আরও পড়ুন : যন্ত্র ভেঙে হবে চৌচির! বন্ধ হয়ে যাবে মোটর! এই খাবারগুলি ভুলেও ব্লেন্ডারে দেবেন না
তবে ব্যস্ত সময়ে ক্রেতাদের ভয় কাটাতেই, ব্যবসা সামলে দোকান মালিককে বেরিয়ে এসে খাওয়াতে হয় মিষ্টি পাউরুটি অথবা শিঙাড়া। নিজে হাতে খাইয়ে দিলেই ভোলা খুশি চলে যায় অন্যত্র। দোকানদারও সুষ্ঠুভাবে করতে পারেন ব্যবসা। এই এলাকার বহু ব্যবসায়ী এখন ভোলাকে খেতে দেন। তাদের বিশ্বাস ভোলাকে খেতে দিলেই ব্যবসায় লক্ষ্মীলাভ হয় চড়চড়িয়ে। তাই অবোলা প্রাণীকে আর কোনওরকম অবহেলা না করে, এখন এলাকার মানুষ সকাল বিকেল সামর্থ্য অনুযায়ী তুলে দেন আহার। দোকানে আসা ক্রেতারাও কখনও কলা, কখনও সবজি কিনে খাইয়ে দেন তাকে। বিগত কয়েক বছর ধরে ভোলা তাই যেন সকলের কাছের জন হয়ে উঠেছে। ষাঁড়ের এমন কাণ্ড দেখলে রীতিমতো অবাক হতে হয়। সোশ্যাল মিডিয়াতেও ভোলার এই কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat News: সন্ধ্যার জলখাবারে শিঙাড়া চাই-ই চাই! না পেলেই শিং নিয়ে তেড়ে আসে ‘অভিমানী ভোলা’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement