কন্ডিশনার লাগানোর সময় অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি , না হলেই বিপদ

Last Updated:

আজকাল চুল পরিচর্যার রুটিনে তাই অবধারিতভাবেই শ্যাম্পুর পর জায়গা করে নিয়েছে কন্ডিশনার৷ শ্যাম্পু থেকে হওয়া রুক্ষ চুলকে ফুরফুরে আর সতেজ করে তোলে কন্ডিশনার৷ কিন্তু সঠিক পদ্ধতিতে না লাগালে কন্ডিশনার থেকে চুলের ক্ষতিও হতে পারে৷

#কলকাতা:  শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে৷ অনেকেই আবার মাঝেমধ্যে শ্যাম্পু না করে শুধু কন্ডিশনার দিয়েই চুল ধুয়ে নেন৷ চুল পরিচর্যার রুটিনে তাই অবধারিতভাবেই শ্যাম্পুর পর জায়গা করে নিয়েছে কন্ডিশনার৷ শ্যাম্পু থেকে হওয়া রুক্ষ চুলকে ফুরফুরে আর সতেজ করে তোলে কন্ডিশনার৷
কিন্তু জানেন কি যদি সঠিক পদ্ধতিতে লাগানো না হয়, আপনার চুলে বিপদও ডেকে আনতে পারে এই কন্ডিশনার? তাই অবশ্যই কিছু নিয়ম মেনে এটি লাগানো উচিত ৷ নীচের নিয়মগুলি মেনে ধাপে ধাপে লাগান কন্ডিশনার৷
advertisement
advertisement
কীভাবে লাগাবেন ?
প্রথম ধাপ. হাতে অল্প কন্ডিশনার নিয়ে নিন
দ্বিতীয় ধাপ. আঙুলের ডগা দিয়ে চুলে লাগান৷ তবে চুলের গোড়ায় লাগাবেন না৷
তৃতীয় ধাপ. মিনিট তিনেক রেখে চুল ধুয়ে ফেলুন৷
প্রসঙ্গত, লাগানোর সঙ্গে সঙ্গে নিজের চুলের জন্য সঠিক কন্ডিশনার বেছে নেওয়াও কিন্তু অত্যন্ত জরুরি৷ চুলের ধরণ অনুযায়ী যথাযথ না হলে সমস্যা সমাধানের পরিবর্তে আরও বাড়িয়ে দিতে পারে কন্ডিশনার৷
advertisement
কীভাবে চিনবেন সঠিক কন্ডিশনার?
আপনার চুলের প্রকৃতি যদি রুক্ষ-শুষ্ক হয়, তবে হাইড্রেটিং কন্ডিশনার আপনার জন্য আর্দশ৷ চুল তৈলাক্ত প্রকৃতির হলে কোনও হালকা কন্ডিশনার বেছে নিন৷ পাতলা চুলে ভলিউমাইসিং কন্ডিশনার লাগান৷
তবে কন্ডিশনার লাগানোর অভ্যেস কিন্তু মোটেই খারাপ নয়৷ চুলকে ফুরফুরে করে তোলার সঙ্গে সঙ্গে কন্ডিশনারের রয়েছে হরেক গুণাগুণ৷ কন্ডিশনার চুলের শুষ্কতা কমায় , চুলকে পুষ্টি জোগায়৷ কন্ডিশনার লাগিয়ে শ্যাম্পুর পর খুব সহজেই জট ছাড়িয়ে খেলা যায়৷ চুলকে সিলকি করে তোলে৷ আসলে চুলে প্রাকৃতিক ভাবেই কন্ডিশনার থাকে , কিন্তু বার বার শ্যাম্পু দিয়ে চুল ধুতে ধুতে তা হারিয়ে যায়৷ শ্যাম্পুর পর লাগানো কন্ডিশনার চুলের হারিয়ে যাওয়া ফুরফুরে মেজাজকে ফিরিয়ে আনে৷ তাই কন্ডিশনার লাগাতে ভুলবেন না তবে ওপরের ছোট্ট কয়েকটি নিয়ম মেনে৷
advertisement
উপরের পরামর্শগুলি অনুমানের ওপর ভিত্তি করে দেওয়া ৷ চুলের সমস্যার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কন্ডিশনার লাগানোর সময় অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি , না হলেই বিপদ
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement