Spinach : সুস্বাদু নিশ্চয়ই, কিন্তু বেশি পালং শাক খেয়ে শরীরের বিপদ ডেকে আনছেন না তো?

Last Updated:

Spinach : রোজ পালং শাক খাওয়ার খারাপ দিকগুলো এবার জেনে নেওয়া যাক।

ডিম ও পালং শাক-  দ্রুত ওজন কমানোর সবচেয়ে ভালো ফর্মুলা ডিমের সঙ্গে পালং শাক খাওয়া। এক কাপ পালং শাকে মাত্র সাত ক্যালরি এবং অনেক পুষ্টি উপাদান রয়েছে। এই দুই মিলিয়ে খেলে অবাঞ্ছিত ক্যালোরি হয় নামমাত্র। আয়রন সমৃদ্ধ পালং শাক আমাদের শক্তি ও বিপাককেও বাড়িয়ে দেয়। এর ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টিও পায় এবং দীর্ঘ সময়  ক্ষুধাও নিয়ন্ত্রণে থাকে।
ডিম ও পালং শাক-  দ্রুত ওজন কমানোর সবচেয়ে ভালো ফর্মুলা ডিমের সঙ্গে পালং শাক খাওয়া। এক কাপ পালং শাকে মাত্র সাত ক্যালরি এবং অনেক পুষ্টি উপাদান রয়েছে। এই দুই মিলিয়ে খেলে অবাঞ্ছিত ক্যালোরি হয় নামমাত্র। আয়রন সমৃদ্ধ পালং শাক আমাদের শক্তি ও বিপাককেও বাড়িয়ে দেয়। এর ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টিও পায় এবং দীর্ঘ সময়  ক্ষুধাও নিয়ন্ত্রণে থাকে।
#নয়াদিল্লি: শীতকালে শাকসবজির বাহারে যে কোনও রান্নাই হয়ে ওঠে সুস্বাদু। ঠিক সেই কারণে রোজ টাটকা পালং শাক রান্নায় মাস্ট। কিন্তু তিনবেলা পালং শাক খাওয়া যে শরীরের জন্য খারাপ তা জানা আছে? কথাতেই আছে কোনও জিনিসই বেশি খাওয়া উচিৎ না। খেতে হবে কিন্তু পরিমাণ বুঝে। স্যালাডে বা রান্না করে অল্প পরিমাণ খাওয়া জেতেই পারে।
পালং শাকের গুণ
সবথেকে জরুরি জিনিস হল ক্যালোরি, যে খাবারে ক্যালোরি বেশি সেই খাবার একেবারে বাদের খাতায় রাখা উচিত। কিন্তু পালং শাকে ক্যালোরি খুবই কম থাকে এবং এতে থাকে নিউট্রিশনস যা শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও এতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও ভিটামিন এ, সি, কে। এটি শরীরের রক্তচাপ ও সুগারের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে এছাড়াও ক্যানসারের সম্ভাবনা কমায়। ডায়বেটিসের রোগীদের এটি খাওয়া ভালো।
advertisement
advertisement
ক্ষতিকর দিক
রোজ পালং শাক খাওয়ার খারাপ দিকগুলো এবার জেনে নেওয়া যাক।
পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড (oxalic acid) যা শরীরের বাকি উপাদান বা মিনারেলসগুলিকে কাজ করতে দেয় না। যেমন জিঙ্ক, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলিকে আর শরীরে কাজ করতে দেয় না।
অনেকের পালং শাকে অ্যালার্জিও হয়। এতে থাকে হিস্টামিন (histamine) যা অনেকসময় ব্লাড সেলে অন্যভাবে কাজ করে এবং তাতে অ্যালার্জির সৃষ্টি হতে পারে।
advertisement
এছাড়াও আসিডিটি, গ্যাস, অম্বল ইত্যাদিও হয়। ডাক্তারদের মতে পালং শাক খাওয়া উচিৎ কিন্তু অতিরিক্ত পরিমাণে নয়।
কাদের জন্য পালং বেশি ক্ষতিকারক
যাদের কিডনির সমস্যা আছে, তাদের পালং শাক একেবারেই খাওয়া উচিত না। কারণ এতে থাকা অক্সালিক অ্যাসিডের (oxalic acid) পরিমাণ শরীরে বেশি হয়ে গেলে তা কিডনিতে পাথরের সৃষ্টি করে।
advertisement
যাদের বাতের ব্যাথা আছে, হাত পায়ের কোনও হাড় ফোলা, ব্যথা হয় এমন অবস্থাতেও একেবারেই পালং শাক খাওয়া উচিত না। কারণ তাতে এই ব্যথাগুলি আর বাড়ার সম্ভবনা থাকে।
পালংয়ে যেহেতু ভিটামিন কে থাকে তাই এটি বেশি খেলে তা শরীরে রক্তকে পাতলা করে দেয়। ফলে অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাই যাদের এই ধরনের রোগ আছে বা রোগের ধাত আছে তাদের ভেবে-চিন্তে পালং শাক খাওয়া উচিত।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Spinach : সুস্বাদু নিশ্চয়ই, কিন্তু বেশি পালং শাক খেয়ে শরীরের বিপদ ডেকে আনছেন না তো?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement