Age Counting Rule: ঘড়ির কাঁটা হাঁটল উল্টোদিকে! এই দেশের সব নাগরিকের ১ বছর বয়স কমল একসঙ্গে

Last Updated:

Age Counting Rule: বুধবার থেকে একসঙ্গে দেশবাসীর বয়স কমে গেল ১ থেকে ২ বছর৷ জারি হল নতুন নিয়ম৷

সময়ের ঘড়ি উল্টোদিকে হাঁটল দক্ষিণ কোরিয়ায়৷ পাল্টে গেল বয়স গণনার হিসেব৷ বুধবার থেকে একসঙ্গে দেশবাসীর বয়স কমে গেল ১ থেকে ২ বছর৷ জারি হল নতুন নিয়ম৷ রদ হল এই দেশে প্রচলিত প্রাচীন বয়স গণনার নিয়মনীতি৷ এ বার থেকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণনা করা হবে দক্ষিণ কোরিয়াবাসীদের বয়স৷ বয়স নির্ধারণের ক্ষেত্রে অনুসরণ করা হবে আন্তর্জাতিক ক্যালেন্ডার৷
দক্ষিণ কোরিয়ায় এত দিন জন্মের পর সদ্যোজাতর বয়স ধরা হত ১ বছর করে৷ অর্থাৎ নবজাতকের ক্ষেত্রে তার গর্ভকালীন সময়টুকুও ধরা হয়৷ গর্ভে ভ্রূণের জন্ম থেকে বয়স হিসেব করা হত৷ আরও একটি নিয়ম প্রচলিত ছিল সেখানে৷ প্রতি বছর ১ জানুয়ারি কিছু নাগরিক নিজেদের বয়স এক বছর বাড়িয়ে নিতেন৷ এ বার থেকে এই দুই প্রাচীন নিয়মই দক্ষিণ কোরিয়ায় রদ করা হল৷ কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে বয়স হিসেব করার সময় সমস্যায় পড়তেন দক্ষিণ কোরীয়রা৷ কারণ তাঁদের দাবি করা বয়সের সঙ্গে মিলত না জন্মতারিখ৷ এ বার থেকে সেই দ্বন্দ্ব দূর করা হল৷
advertisement
advertisement
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট য়ুন সুক ইওল বলেছেন, ‘‘সাধারণ নাগরিকের সমস্যার সঙ্গে দেশের অপ্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল এই প্রাচীন রীতিতে৷’’ সেই সমস্যার সমাধানে পদক্ষেপ দক্ষিণ কোরিয়া প্রশাসনের৷ নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে সমস্ত বিচারবিভাগীয় ও প্রশানিক ক্ষেত্রে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Age Counting Rule: ঘড়ির কাঁটা হাঁটল উল্টোদিকে! এই দেশের সব নাগরিকের ১ বছর বয়স কমল একসঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement