শুধু পয়লার নয়, ‘এসো হে বৈশাখ’ বাঙালির গোটা বছরের গান !
Last Updated:
শুধু পয়লাতে নয়, ‘এসো হে বৈশাখ’ বাঙালির গোটা বছরের গান !
#কলকাতা: কথায় আছে মাছে-ভাতে বাঙালি ৷ কেউ কেউ আবার মনে করে শুধু মাছ, মিষ্টি নয়, বরং তার সঙ্গে অ্যাডঅন হিসেবে গান-বাজনা বাঙালির প্রতিটি পার্বণের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িত ৷ গান-বাজনা ছাড়া যেন বাঙালি নিশ্বাসই নিতে পারে না ৷ সকালবেলার চায়ের সঙ্গে রেডিও-তে সুর, গাড়ি ড্রাইভ করে অফিসের পথে যেতে গানের মেজাজ ৷ কানের মধ্যে ইয়ারফোন ঠেঁসে গানেই বাঙালির ডুব ৷ প্রতিদিন থেকে পার্বণ, সবেতেই গানের সুরে বাঙালির মনভোলা ! তাই বৈশাখের পয়লাতে গান ইজ মাস্ট ! আর এ ব্যাপারে গান মানেই বাঙালির মনের ঠাকুর, রবিঠাকুরের গান ৷ পয়লার গানে চিরন্তন আধিপত্য ‘এসো হে বৈশাখ’ ৷ কিন্তু জানেন কি? রবিঠাকুর এই গান মোটেই পয়লা বৈশাখকে মাথায় রেখে লেখেননি ! বরং বাঙালির রোজনামচাকে সুরে গেঁথে তৈরি করেছেন এসো হে বৈশাখের সুর !
advertisement
পয়লা বৈশাখে ‘এসো হে বৈশাখ’ গানটি গাওয়া হয় বলে অনেকে একে নববর্ষের গান বলে মনে করেন। কিন্তু আসলে , গানটি শুধু পয়লা বৈশাখ উপলক্ষে লেখা হয়নি। এটা মূলত বৈশাখের গান। বলা যায় বছরের প্রথম মাসের ঋতুবন্দনা করে রবিঠাকুর এটি রচনা করেছিলেন। এ গানের মধ্য দিয়ে প্রকৃতির মধ্যে মানুষের মননের যে যোগাযোগ বা মিলন, তা তিনি প্রকাশ করেছেন।
advertisement
বৈশাখের বন্দনা করে রবিঠাকুর আরও অনেক গান লিখেছিলেন, তবে কেন এসো হে বৈশাখই হয়ে উঠল পয়লা বৈশাখের গান? এর শুরুটা একেবারেই ওপার বাংলা থেকে ৷ ‘ছায়ানট সঙ্গীত ভবন’ -এর তরফ থেকেই প্রথম বাংলাদেশে আয়োজন হয়েছিল পয়লা বৈশাখের৷ শুরু হয়েছিল প্রভাত ফেরির অনুষ্ঠানও ৷ আর সেই অনুষ্ঠানেই প্রথমবার গাওয়া হয়েছিল এসো হে বৈশাখ ৷ তারপর থেকেই এপার বাংলা ও ওপার বাংলায় জনপ্রিয় হতে শুরু করে রবি ঠাকুরের এই গানটি ৷
advertisement
রবি ঠাকুরের এ গানে পুরনো বছরের দুঃখ-বেদনা, জরাজীর্ণতা, হিসাব-নিকাশ বাদ দিয়ে জীবনযাত্রাকে নতুন করে সাজাতে বলা হয়েছে। তাই গানটি বাঙালি জীবনধারা ও পয়লা বৈশাখের সঙ্গে মিশে গিয়েছে ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2018 5:18 PM IST