How To Get Rid of Mosquitoes: ঝটপট মশা তাড়াবে এই সব ঘরোয়া উপাদান! ক্ষতিকারক ধোঁয়া ছাড়াই ঘুমান নিশ্চিন্তে

Last Updated:

ঝটপট মশা তাড়াবে এই সব ঘরোয়া উপাদান!

ঝটপট মশা তাড়াবে এই সব ঘরোয়া উপাদান! ক্ষতিকারক ধোঁয়া ছাড়াই ঘুমান নিশ্চিন্তে
ঝটপট মশা তাড়াবে এই সব ঘরোয়া উপাদান! ক্ষতিকারক ধোঁয়া ছাড়াই ঘুমান নিশ্চিন্তে
গ্রীষ্ম ও বর্ষায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। মশা তাড়াতে বাজারে পাওয়া রাসায়নিক পণ্য ব্যবহার করেন অনেকেই। কিন্তু বাজারে পাওয়া মশার ধূপের ধোঁয়ার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই রাসায়নিক। শুধু তাই নয়, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য মশা তাড়ানোর ধূপকাঠির ব্যবহার বিপজ্জনক। তবে এমন কিছু উপাদান আছে যার সাহায্যে  প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানো যেতে পারে।
ইউক্যালিপটাস তেল- মশা তাড়াতে ইউক্যালিপটাস তেল খুবই উপকারী। ইউক্যালিপটাস তেলে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে হবে । এই মিশ্রণ গায়ে মেখে রাখলে এর গন্ধ৩ ঘন্টা মশা থেকে দূরে রাখবে।
advertisement
advertisement
কফি পাউডার-  মশা তাড়াতে অত্যন্ত সাহায্য করে কফি পাউডার।  বাড়ির আশেপাশে কোথাও জল দাঁড়িয়ে থাকলে তাতে সামান্য কফি পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে করে মশার লার্ভা বৃদ্ধি পাবে না।  শুধু তাই নয়, মশা তাড়াতে চাইলে খালি ডিমের ট্রে এক চামচ কফি রেখে পুড়িয়ে ফেলতে হবে। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
advertisement
রসুন- রসুনের পেস্ট করে তা এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে তা ঠান্ডা করে স্প্রে বোতলে রেখে দিতে হবে। এবার এই জল ঘরে ছিটিয়ে দিন। এতে করে সব মশা পালিয়ে যাবে।
লবঙ্গ ও লেবু- মশা তাড়াতে লেবু ও লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। মশা তাড়াতে প্রথমে একটি লেবু পাতলা করে কেটে তাতে ৪-৫টি লবঙ্গ দিয়ে ঘরের কোণায় রেখে দিন। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
advertisement
আপেল সাইডার ভিনিগার- আপেল সাইডার ভিনেগারের সাহায্যে সহজেই মশা তাড়াতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতল নিন এবং তাতে অর্ধেক জল এবং অর্ধেক আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে হবে। এই উপাদান  কাপড় এবং শরীরে ছিটিয়ে দিলে মশা আপনার কাছেও আসবে না।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
How To Get Rid of Mosquitoes: ঝটপট মশা তাড়াবে এই সব ঘরোয়া উপাদান! ক্ষতিকারক ধোঁয়া ছাড়াই ঘুমান নিশ্চিন্তে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement