Bhai Dooj 2022|| সাজেও থাকুক মিল! ভাইফোঁটায় কোন পোশাকে সাজবেন? রইল ১০ স্টাইলের হদিশ

Last Updated:

Bhai Dooj special outfit Ideas: কেমন হবে ভাই আর বোনের সাজগোজ? ১০ রকমের স্টাইল নিয়ে আলোচনা করা হল এখানে। পছন্দ মতো বেছে নিলেই হল।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতাঃ কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ভাইফোঁটা। মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেবেন বোনেরা। মিষ্টি, খাওয়াদাওয়া সঙ্গে সাজগোজ। এদিন ট্র্যাডিশনাল পোশাক পরাই রেওয়াজ। তার রঙ আর স্টাইল যদি একরকম হয়, তাহলে তো কথাই নেই। কেমন হবে ভাই আর বোনের সাজগোজ? ১০ রকমের স্টাইল নিয়ে আলোচনা করা হল এখানে। পছন্দ মতো বেছে নিলেই হল।
একই ফ্যাব্রিকের কুর্তা: আজকাল পুরুষ এবং মহিলাদের পোশাকের পার্থক্য প্রায় ঘুচে গিয়েছে বললেই চলে। তাই ইউনিসেক্স রঙ ও ডিজাইন বেছে নেওয়াই সবচেয়ে ভাল। এদিক থেকে কুর্তা একেবারে পারফেক্ট। ভাই এবং বোন একই রঙের কুর্তা পরতে পারেন। ডিজাইন যদি এক রাখা যায় তাহলে আরও ভাল।
আরও পড়ুনঃ দীপাবলি হোক বা ভাইফোঁটা, সেজে উঠুন এই ৬ স্টাইলে, সকলের নজর থাকবে ‘বাঙালিবাবু’র দিকেই
একই রঙের টুইনিং: হ্যাঁ, কালার টুইনিং প্যাটার্নের কথা বলা হচ্ছে। এটা বেশ সহজ। একই রঙের টি শার্ট এবং প্যান্ট পরা যায়। দেখতে ভাল লাগবে। আর সেলফিতেও ভাল মানাবে।
advertisement
advertisement
সাদা টি শার্ট: ভাই, বোন দুজনকেই পরতে হবে সাদা রঙের টি শার্ট। এটাই নো ফাস টুইনিংয়ের সবচেয়ে ভাল বিকল্প। খেয়াল রাখতে হবে, ঘাড়ের প্যাটার্ন, দৈর্ঘ্য এমনকী হাতার মাপও যেন একই রকম হয়।
কালার ব্লকিং: শুধু ভাইফোঁটা নয়, যে কোনও অনুষ্ঠানেই এটা করা যায়। দেখতে আকর্ষণীয় তো লাগেই সঙ্গে স্টাইলিশও। ভাই বা বোনকে এমন রঙের পোশাক বেছে নিতে হবে যাতে অন্যজনের সঙ্গে কনট্রাস্ট করে। ব্যস, কাজ শেষ।
advertisement
ইউনিসেক্স পোশাক: ইউনিসেক্স পোশাক ইদানীং ব্যাপক জনপ্রিয়। জিনস থেকে টি শার্ট, বৈচিত্রও ব্যাপক। ভাইফোঁটায় পরার জন্য পছন্দ অনুযায়ী বেছে নিলেই হল। এমন পোশাক উপহারও দেওয়া যায়।
এথনিক পোশাক: ভাইফোঁটায় এমন পোশাক পরাই রেওয়াজ। বোনেরা শাড়ি কিংবা লেহঙ্গা পরতে পারেন। আর ভাইয়েরা পাজামা-পাঞ্জাবি কিংবা ধুতি আর পাঞ্জাবি। দেখতে অসাধারণ তো লাগবেই, সঙ্গে থাকবে সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া।
advertisement
ছোটদের জন্য ডিটো আউটফিট: প্রথমবার ভাইফোঁটা দেবে এমন ‘ছোট’ ভাইবোনের সংখ্যা কম নয়। তাঁদের জন্য ডিটো আউটফিট সবচেয়ে ভাল। একই রঙ, একই স্টাইল। ভাই, বোন দুজনকেই মানাবে খুব।
রঙই অনুপ্রেরণা: এতে সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। তবে রঙ সম্পর্কে স্বচ্ছ ধারণা চাই। ভাই বা বোন একটাই রঙের পোশাক বেছে নেবেন। বাকিরা সেই রঙের সঙ্গে মানানসই রঙের পোশাক পরবেন। দেখতে অন্যরকম লাগবে।
advertisement
প্রিয় চরিত্র: শুনতে অন্যরকম লাগলেও ব্যাপারটা বেশ মজাদার। প্রিয় চরিত্রের অনুকরণে সাজিয়ে তুলতে হবে নিজেকে। সেটা সিনেমা কিংবা উপন্যাসের প্রিয় কোনও চরিত্র হতে পারে।
রূপকথার সাজ: রূপকথার দুনিয়ার প্রিয় চরিত্র অনুযায়ী সাজ। এটাও মজাদার এবং সৃজনশীল। এমন পোশাক ‘ছোট’ ভাই-বোনেদের যে খুবই পছন্দের হবে সেটা বলাই বাহুল্য!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Dooj 2022|| সাজেও থাকুক মিল! ভাইফোঁটায় কোন পোশাকে সাজবেন? রইল ১০ স্টাইলের হদিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement