Diwali 2022|| দীপাবলি হোক বা ভাইফোঁটা, সেজে উঠুন এই ৬ স্টাইলে, সকলের নজর থাকবে ‘বাঙালিবাবু’র দিকেই
- Published by:Shubhagata Dey
Last Updated:
6 Ethnic Outfits For Men, Diwali 2022: পাজামা বা ট্রাউজারের সঙ্গেই আলোর উৎসবকে আরও আলোকময় করে তুলতে রইল ৬ ট্র্যাডিশনাল পোশাকের টিপস।
#কলকাতাঃ সাজগোজ শুধু মেয়েদের জন্যই না কি! একেবারেই নয়। পোশাকের শৌখিনতায় কম যায় না পুরুষও। সেকালের বাবু কালচার হোক কিংবা একালের আইটি অফিসে কর্মরত বাবু, ধাক্কা পাড় ধুতি, গিলে করা নকশাদার পাঞ্জাবিতে আতর ঘষে দাঁড়ালে, হুঁ-হুঁ, একেবারে বাঙালিবাবু! দীপাবলিতে এমন পোশাকেই বাজিমাত করা যাক তাহলে। ধুতি পরতে না চাইলেও অসুবিধা নেই, পাজামা বা ট্রাউজারের সঙ্গেই আলোর উৎসবকে আরও আলোকময় করে তুলতে রইল ৬ ট্র্যাডিশনাল পোশাকের টিপস।
সেলফ এমব্রয়ডারি করা শেরওয়ানি: সেলফ এমব্রয়ডারি শেরওয়ানি। কালো জমির উপর সাদা সুতোর মোটা মোটা কাজ। চওড়া কলার, লম্বা ঝুল। সঙ্গে গোড়ালি স্লিমিং পাজামা। দীপাবলির রাতে বা ভাইফোঁটার সাঁঝে বেছে নেওয়া যায় এমন সাজ। এর সঙ্গে ম্যাচিং মোজরি থাকলে তো সোনায় সোহাগা।
আরও পড়ুনঃ ৩ দিনেই বদল দেখবেন, দীপাবলিতে পাবেন মসৃণ ও ঝলমলে চুল! শুধু এক উপায়েই
অ্যাসিমেট্রিক্যাল কুর্তা, সঙ্গে জ্যাকেট: একরঙা পোশাকেই কেড়ে নেওয়া যাবে সব আলো। কালো অ্যাসিমেট্রিক্যাল কুর্তার উপর কালো নেহরু জ্যাকেট। সঙ্গে সাদা পাজামা। মার্জিত লুক এনে দেবে। ভিড়ের মধ্যেও করে তুলবে আলাদা। এর সঙ্গে পছন্দ অনুযায়ী অক্সফোর্ড বা লোফার বেছে নেওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
ফিউশন শর্ট কুর্তা: পুজো হোক বা অনুষ্ঠান বাড়ি, শর্ট কুর্তা পুরুষদের অটোমেটিক চয়েস। শুধু সঠিকভাবে স্টাইল করত হবে। তাহলেই দীপাবলির রাতে বা ভাইফোঁটার সকালে এটাই হয়ে উঠবে সেরা পোশাক। কী করতে হবে? একরঙা শর্ট কুর্তার সঙ্গে হালকা বর্ডারের ম্যাচিং শাল নেওয়া যায়। এটাই পোশাকে ট্যুইস্ট এনে দেবে।
advertisement
প্যান্টের সঙ্গে প্রিন্টেড কুর্তা: ট্র্যাডিশনাল সাজের মধ্যেও আধুনিকতার ছোঁয়া এনে দেয় প্রিন্টেড কুর্তা। এক ঝলক তাজা বাতাস যেন। শিফনের মতো উজ্জ্বল কাপড়ের কুর্তা হলে দেখতেও ভাল লাগে। এর সঙ্গে কনট্রাস্ট করে যে কোনও প্যান্ট, এমনকী জিনসও পরা যায়।
advertisement
advertisement
স্ট্রাকচার্ড সিলুয়েট: একই রঙের ধুতি এবং পাঞ্জাবি। সঙ্গে হালকা রঙের শাল। কুর্তা এবং শাল কোমরবন্ধে বাঁধা। দীপাবলি বা ভাইফোঁটার সাজকে অন্য স্তরে নিয়ে যাবে এই ফ্যাশন। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনের এমন পোশাক খুব কমই আছে।
মিররওয়ার্ক কুর্তা: থ্রেড এবং মিরর কাজের মানিকজোড় ফ্যাশন, কখনও পুরনো হবে না। ছোট ঝুলের শেরয়ানির সঙ্গে চাদর নেওয়া যায়। একই রঙের পাজামাও চাই। এক্ষেত্রে গোলাপি রঙটাই ভাল মানায়। তা দীপাবলি হোক বা ভাইফোঁটা, দুই দিনেই দিব্যি মানিয়ে যাবে। পুরুষদের পোশাকে গোলাপি রঙ ভেবে নাক তোলার কিছু নেই। রঙ নিয়ে সব সময়ে পরীক্ষা-নিরীক্ষা করাই উচিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2022 2:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2022|| দীপাবলি হোক বা ভাইফোঁটা, সেজে উঠুন এই ৬ স্টাইলে, সকলের নজর থাকবে ‘বাঙালিবাবু’র দিকেই