Diwali 2022: ৩ দিনেই বদল দেখবেন, দীপাবলিতে পাবেন মসৃণ ও ঝলমলে চুল! শুধু এক উপায়েই

Last Updated:

Hair Care: সিল্কের বালিশ সবচেয়ে ভাল। এতে চুলের ময়েশ্চার বজায় থাকে। সিল্ক শোষণ করে না।

চুলের যত্ন নিন
চুলের যত্ন নিন
#নয়াদিল্লি: দুর্গাপুজোয় চুলের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। প্রতিদিন ঠাকুর দেখতে বেরিয়ে ধুলো, ময়লায় অবস্থা কাহিল। নানারকম স্টাইলের ঠেলাতেও চুলের স্বাস্থ্য খারাপ হয়েছে। কিন্তু সামনে কালীপুজো, দীপাবলি। তার আগে চুলকে ফের ফিরিয়ে আনতে হবে স্বমহিমায়। যাতে যে কোনও ধরনের হেয়ারস্টাইল করা যায়। কীভাবে? এ জন্য মেনে চলতে হবে নির্দিষ্ট রুটিন। তাহলেই আলোর উৎসবে ফের ঝলমল করে উঠবে চুল।
চুলের ক্ষতি রোধে: বারবার চুলে আঙুল চালানো, ব্রাশ করা, ভেজা চুল তোয়ালে জড়িয়ে রাখার ফলে মারাত্মক ক্ষতি হয়। ভেজা চুল দীর্ঘক্ষণ রেখে দেওয়াটাও ক্ষতিকর। এতে চুলের গোড়া মজবুত করতে হাইড্রোজেন বন্ডিং বাধা পায়। ভেজা চুল আঁচড়ানো বন্ধ করতে হবে। সঙ্গে ভেজা চুলে বাইরে বেরনোও। এছাড়া প্রচণ্ড তাপ চুলের ক্ষতি করে। তাই ব্লো ড্রায়ারে চুল শুকনোর সময় সঠিক তাপমাত্রা নির্বাচন করাও গুরুত্বপূর্ণ।
advertisement
চুলের ময়েশ্চার: সিল্কের বালিশ সবচেয়ে ভাল। এতে চুলের ময়েশ্চার বজায় থাকে। সিল্ক শোষণ করে না। সঙ্গে লিভ ইন কন্ডিশনার ব্যবহার করতে হবে। চুলের আর্দ্রতার সঙ্গে লড়ার জন্য এটাই সেরা হাতিয়ার।
advertisement
চুল শুকোনো: চুল শুকোনোর সময় উপযুক্ত স্টাইলিং ব্রাশ বেছে নিতে হবে। এটাই গেমচেঞ্জার হয়ে উঠতে পারে। যে কোনও হেয়ারস্টাইল করার আগে চুল আঁচড়ে নিতে হয়। এ জন্য চওড়া দাঁতের চিরুনিই সবচেয়ে ভাল। এটা ভেজা বা শুকনো, উভয় চুলেই ব্যবহার করা যেতে পারে। কোঁকড়া চুলের জন্য তো এটা দুর্দান্ত। রাউন্ড ব্রাশও ভাল, জট ছাড়াতে সবচেয়ে কাজে দেয়। আর চুল মসৃণ করতে চাইলে ব্যবহার করতে হবে প্যাডেল ব্রাশ। বিশেষ করে লম্বা চুলের জন্য এটা দারুণ কার্যকরী।
advertisement
চুলের রঙ: চুলে রাসায়নিক রঙ ব্যবহার না করাই উচিত। একটা সময়ের পর চুল বিবর্ণ এবং নিস্তেজ দেখায়। প্রাকৃতিক রঙই সবচেয়ে ভাল। চুলে যে রঙই করা হোক না কেন ভাল শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতেই হবে। এবং সেটাও নিয়মিত। এই সহজ টিপসগুলো মেনে চললেই উৎসবের মরশুমে চুল হবে স্বাস্থ্যকর এবং মসৃণ। তাই আজ থেকেই শুরু করে দিতে হবে, দীপাবলির আর বেশি দেরি নেই কিন্তু!
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2022: ৩ দিনেই বদল দেখবেন, দীপাবলিতে পাবেন মসৃণ ও ঝলমলে চুল! শুধু এক উপায়েই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement