Mishti Shingara: ঝাল নয়, এবার মিষ্টি রসের পুরভরা এই শিঙাড়াতেই মন ভরবে! জমে যাবে ভালবাসার সপ্তাহ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mishti Shingara: নোনতা স্ন্যাকসের বদলে যদি মিষ্টি রসালো শিঙাড়া তৈরি করতে পারেন, তাহলে আত্মীয়রাও আপনার গুণমুগ্ধ হতে বাধ্য
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : স্ন্যাকস হিসাবে আমরা শিঙাড়া প্রায়ই বাড়িতে বানাই এবং খাই। তাছাড়া দোকানেও সহজেই কিনতে পাওয়া যায় শিঙাড়া। যদি এই খাবারে ট্যুইস্ট আনা যায়, তাহলে কেমন হয়! নোনতা স্ন্যাকসের বদলে যদি মিষ্টি রসালো শিঙাড়া তৈরি করতে পারেন, তাহলে আত্মীয়রাও আপনার গুণমুগ্ধ হতে বাধ্য।
দামটা যদিও একটু বেশি। তবে এই মিষ্টি শিঙাড়ার সাইজ দেখলে চোখ কপালে উঠবেআপনারও। মহাদেববাবুর তৈরি এই রসালো মিষ্টি শিঙাড়া বালুরঘাটবাসীর মধ্যে যথেষ্ট ছাপ ফেলেছে। শিঙাড়া কম বেশি সব জায়গায় পাওয়া গেলেও আলিপুরদুয়ার থেকে আগত মহাদেব বাবুর দশ টাকার শিঙাড়ারএকটা আলাদাই মোহ আছে। যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মিষ্টির পাশাপাশি নিজের তৈরি পুর ভরা মিষ্টি শিঙাড়া বানিয়ে যাচ্ছেন মহাদেব রায়। তাঁর বাড়িতে সকল সদস্যই সারা দিন এটা তৈরিতে হাত লাগান। বিকেল হতেই মিষ্টি শিঙাড়া কিনতে শহরবাসীর ব্যাপক ভিড় দেখা যায়। আট থেকে আশি যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে মিষ্টি শিঙাড়ার দোকান। তবে শুধুই শিঙাড়াই নয়, এই দোকানে পাওয়া যায় অনেক সেরা স্বাদের মালপোয়া, গজা, জিলিপি-সহ নানা মুখরোচক খাবার। যার সাইজ ওই একই রকম বড় আকৃতির। একটা খেলেই মন ও পেট দুই ভরবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৬৫০ বছরের রটন্তী কালীপুজোয় পালো পিঠে ও খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন, পরের সকালেই প্রতিমা নিরঞ্জন
এ বিষয়ে মহাদেব বাবু জানান, “এই মিষ্টি শিঙাড়ার পুর তৈরি করা হয় সুজি, নারকেল, বাদাম, কিশমিশ দিয়ে। দোকানে যে সমস্ত খাবার তৈরি করা হয় তার প্রত্যেকটা জিনিসের গুণগতমানের দিকে প্রথমে আমাকে লক্ষ রেখে বানাতে হয়।’’
advertisement
কয়েক জন ক্রেতা জানান, ‘‘ সচরাচর আমরা ঝাল শিঙাড়া খেয়ে থাকি। কিন্তু বালুরঘাটে এই মিষ্টি রসালো শিঙাড়া এই প্রথম। মহাদেববাবুর তৈরি রসালো শিঙাড়া টাটকা। কোনও ধরনের ভেজাল থাকে না। খেতেও অতি সুস্বাদু।’’
শুরুতে প্রতিদিন তেমন ভাবে কদর না পাওয়া গেলেও বর্তমানে এই মিষ্টি শিঙাড়া বিক্রি করেই দিনে দিনে ক্রেতাদের ভিড় বাড়ছে। এমনকি অনেক ক্রেতাদের হাত খালি নিয়েই ফিরে যেতে হয় তার দোকান থেকে। নিমেষেই যেন শেষ হয়ে যায় তাঁর তৈরি রসালো মিষ্টি শিঙাড়া।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2024 5:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mishti Shingara: ঝাল নয়, এবার মিষ্টি রসের পুরভরা এই শিঙাড়াতেই মন ভরবে! জমে যাবে ভালবাসার সপ্তাহ